বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

সেটিং বাসনা ~ অরুনাচল দত্ত চৌধুরী



আকাশ মেঘলা, মন বিষণ্ণ,
দামাল ভাইরা তোদেরই জন্য।
চির পবিত্র চৌর্যকার্য।
ইথে ক্যামেরাটি ছিল কি ধার্য? 
আমি ক্ষীর খাই নিট পরিপাটি
ভাই তোরা শুধু চেটেছিস বাটি।
কবি কল্পনা দিয়েছি উস্কে
অনুদান বলি সমূহ ঘুষকে।
সেই তোদেরকে এত হেনস্থা
দেশে আইন নেই? এতই সস্তা?

যে যাই বলুক আনিনি গ্রাহ্যে
পুকুরচুরির এ সাম্রাজ্যে
টেটএ ফেটে যাওয়া পেছন-রত্নে
সততার ক্রীম লাগাই যত্নে।
কাটছি পকেট লুটছি ফায়দা
টেরটি পাবে না, এমন কায়দা।
চাল-সাইকেলে নানা বিভঙ্গে
ভোট মস্করা খেলছি রঙ্গে।
চুরির অর্থে ভরেছে ভাণ্ড
রাজনৈতিক কর্মকাণ্ড  ! 

এরই মাঝে ছায়া। ভারি বিপত্তি।
এফআইআর? দাদা পারিসও সত্যি!
হুকুমটি দিলে দাদা নরেন্দ্র,
নাকে খত, বাদ রাজ্য কেন্দ্র।
মেরুকরণের তুমুল অঙ্কে
কাঁপাবো বাংলা নয়া আতঙ্কে।
অ্যাপেলো কুঠিতে সে কী যে কান্না
প্রাণ কেঁপে গেছে। আর না! আর না!
গোয়াল ভর্তি ভাইএর জন্য
সেটিং করব… হোক জঘন্য।

শেষ সেটিংটি হবে অনন্য…
মেঘবালিকার নিজেরই জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন