আন্দামান সেলুলার জেলে বন্দি থাকা ৩৯০ জন বাঙালি স্বাধীনতা সংগ্রামীর নামের তালিকা নিম্নে দেওয়া হলো। এই তালিকা ১৯০৯ থেকে ১৯৩৮ সালের মধ্যে বন্দি হওয়া বিপ্লবীদের নাম অন্তর্ভুক্ত করে, যা লিটারেসি প্যারাডাইস এবং অন্যান্য ঐতিহাসিক সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে। তালিকাটি বেঙ্গল প্রভিন্স এবং অন্যান্য প্রদেশ থেকে বাঙালি বিপ্লবীদের নাম ধারাবাহিকভাবে উপস্থাপন করে।
বেঙ্গল প্রভিন্স (১৯০৯-১৯২১)
অবনী ভূষণ চক্রবর্তী
অবিনাশ ভট্টাচার্য
অমৃতলাল হাজরা
আশুতোষ লাহিড়ী
অশ্বিনী কুমার বসু
বারীন্দ্র কুমার ঘোষ
ভূপেন্দ্র নাথ ঘোষ
বিভূতিভূষণ সরকার
বিধূ ভূষণ দে
বিধূ ভূষণ সরকার
বীরেন সেন
ব্রজেন্দ্র নাথ দত্ত
গোবিন্দ চন্দ্র কর
গোপেন্দ্র লাল রায়
হরেন্দ্র ভট্টাচার্য
হেমচন্দ্র দাস (কানাইলাল)
হৃষিকেশ কাঞ্জিলাল
ইন্দু ভূষণ রায়
যতীন্দ্র নাথ নন্দী
জ্যোতিষ চন্দ্র পাল
কালিদাস ঘোষ
খগেন্দ্র নাথ চৌধুরী ওরফে সুরেশ চন্দ্র
কিনুরাম পাই ওরফে প্রিয়নাথ
ক্ষিতিশ চন্দ্র স্যান্যাল
মদন মোহন ভৌমিক
নগেন্দ্র নাথ চন্দ্র
নগেন্দ্র নাথ সরকার
ননী গোপাল মুখার্জী
নরেন ঘোষ চৌধুরী
নিখিল রঞ্জন গুহ রায়
নিকুঞ্জ বিহারী পাল
নীরাপদ রায়
ফণীভূষণ রায়
পুলিন বিহারী দাস
শচীন্দ্র নাথ দত্ত
শচীন্দ্র লাল মিত্র
সোনুকুল চ্যাটার্জী
সতীশ চন্দ্র চ্যাটার্জী (ভট্টাচার্য)
সত্য রঞ্জন বসু
সুধীর কুমার সরকার
সুধীর চন্দ্র দে
সুরেন্দ্র নাথ বিশ্বাস
ত্রৈলোক্য চক্রবর্তী
উল্লাসকর দত্ত
সুরেশ চন্দ্র সেনগুপ্ত
উপেন্দ্র নাথ ব্যানার্জী
বেঙ্গল প্রভিন্স (১৯৩২-১৯৩৮)
অবনী রঞ্জন ঘোষ
অবনী মুখার্জী
আব্দুল কাদের চৌধুরী
অভয়পদ মুখার্জী
অচ্যুতা ঘটক
অধীর রঞ্জন নাগ
অধীর চন্দ্র সিনহা
অজয় সিনহা
অজিত কুমার মিত্র
অক্ষয় কুমার চৌধুরী
অমলেন্দু বাগচি
অমর মুখার্জী
অমর সূত্রধর
অমৃতেন্দু মুখার্জী
অমূল্য কুমার মিত্র
অমূল্য রায়
অমূল্য চন্দ্র সেনগুপ্ত
আনন্দ প্রসাদ গুপ্ত
অনন্ত ভট্টাচার্য
অনন্ত (ভোলা) চক্রবর্তী
অনন্ত কুমার চক্রবর্তী
অনন্ত দে
অনন্ত মুখার্জী
অনন্ত লাল সিংহ
অনাথ বন্ধু সাহা
অনিল মুখার্জী
আনন্দ চরণ পাল
অনুকূল চ্যাটার্জী
অরবিন্দ দে
অতুল চন্দ্র দত্ত
বঙ্গেশ্বর রায়
বঙ্কিম চক্রবর্তী
বারীন্দ্র কুমার ঘোষ
বিনয় কুমার বসু
বিনয় ভূষণ রায়
বিনয় তরফদার
ভবা রঞ্জন পাতুতুণ্ড
ভবোতোষ কর্মকার
ভবেশ তালুকদার
ভগবান চন্দ্র বিশ্বাস
ভারত শর্মা রায়
ভোলানাথ রায়
ভূবন মোহন চন্দ
ভূপাল চন্দ্র বসু
ভূপাল চন্দ্র পণ্ডা
ভূপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য
ভূপেশ চন্দ্র ব্যানার্জী
ভূপেশ চন্দ্র গুহ
ভূপেশ চন্দ্র সাহা
বিভূতিভূষণ ব্যানার্জী
বিধূ ভূষণ গুহ বিশ্বাস
বিধূ ভূষণ সেন
বিদ্যাধর সাহা
বিজন কুমার সেন
বিজয় কুমার দত্ত
বিজয় কুমার সাহা
বিজয় কুমার সেন
বিজয় কুমার সিংহ
বিকাশ চন্দ্র বসু
বিনোদ বিহারী দে
বিনোদ বিহারী মজুমদার
বিনোদ বিহারী রায়
বিনোদ কুমার ঘোষ
বিনোদ কুমার মিত্র
বিনোদ কুমার সাহা
বিনোদ কুমার সেন
বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়
বিপিন বিহারী রায়
বিপিন চন্দ্র দত্ত
বিপিন চন্দ্র গুহ
বিপিন চন্দ্র মিত্র
বিপুল চন্দ্র ঘোষ
বিষ্ণু চন্দ্র ঘোষ
বিষ্ণু দত্ত শর্মা
বিষ্ণু প্রসাদ সিনহা
ব্রজেন্দ্র নাথ ব্যানার্জী
ব্রজেন্দ্র নাথ সেন
বুদ্ধদেব বসু
চন্দ্রশেখর দে
চন্দ্রশেখর সাহা
চিত্তরঞ্জন দে
দয়াল হরি দাস
দীনেশ চন্দ্র ভট্টাচার্য
দীনেশ চন্দ্র দত্ত
দীনেশ চন্দ্র মজুমদার
দীনেশ চন্দ্র সেন
দীননাথ দাস
দীপক কুমার ঘোষ
দ্বারকা নাথ দাস
দ্বারকা নাথ সেন
দ্বিজেন্দ্র চন্দ্র দত্ত
দ্বিজেন্দ্র চন্দ্র রায়
দ্বিজেন্দ্র নাথ সেন
গিরীন্দ্র নাথ দাস
গোপাল চন্দ্র দাস
গোপাল চন্দ্র ঘোষ
গোপাল চন্দ্র মুখার্জী
গোপীনাথ সাহা
হরেন্দ্র নাথ চক্রবর্তী
হরেন্দ্র নাথ দাস
হরেন্দ্র নাথ ঘোষ
হরেন্দ্র নাথ মুখার্জী
হরেন্দ্র নাথ সেন
হরিদাস দত্ত
হরিমোহন রায়
হরিপদ ভট্টাচার্য
হরিপদ দাস
হরিপ্রিয় মুখার্জী
হেমচন্দ্র সেন
হেমেন্দ্র কুমার দাস
হেমেন্দ্র নাথ চক্রবর্তী
হেমেন্দ্র নাথ দাস
হেমেন্দ্র নাথ ঘোষ
হেমেন্দ্র নাথ মুখার্জী
হেমেন্দ্র নাথ সেন
হেমেন্দ্র প্রসাদ ঘোষ
হেমেন্দ্র প্রসাদ সেন
হেম প্রকাশ রায়
হিরেন্দ্র নাথ চক্রবর্তী
হিরেন্দ্র নাথ দাস
হিরেন্দ্র নাথ ঘোষ
হিরেন্দ্র নাথ মুখার্জী
হিরেন্দ্র নাথ সেন
ইন্দ্রজিৎ সিংহ
ঈশান চন্দ্র ঘোষ
জগদীশ চন্দ্র দে
জগদীশ চন্দ্র ঘোষ
জগদীশ চন্দ্র রায়
জগদীশ চন্দ্র সেন
জিতেন্দ্র নাথ দাস
জিতেন্দ্র নাথ ঘোষ
জিতেন্দ্র নাথ মুখার্জী
জিতেন্দ্র নাথ সেন
জ্ঞানেন্দ্র চন্দ্র দাস
জ্ঞানেন্দ্র চন্দ্র ঘোষ
জ্ঞানেন্দ্র নাথ দত্ত
জ্ঞানেন্দ্র নাথ মুখার্জী
জ্যোতিষ চন্দ্র বসু
জ্যোতিষ চন্দ্র দাস
জ্যোতিষ চন্দ্র ঘোষ
জ্যোতিষ চন্দ্র মুখার্জী
জ্যোতিষ চন্দ্র সেন
কালীচরণ দাস
কালীচরণ ঘোষ
কালীচরণ মুখার্জী
কালীচরণ সেন
কালীপদ চক্রবর্তী
কালীপ্রসাদ দাস
কামাখ্যা চরণ ঘোষ
কানাইলাল ভট্টাচার্য
কানাইলাল দাস
কানাইলাল ঘোষ
কানাইলাল মুখার্জী
কানাইলাল সেন
কেদারনাথ ব্যানার্জী
কেদারনাথ দাস
কেদারনাথ ঘোষ
কেশব চন্দ্র দাস
কেশব চন্দ্র ঘোষ
কেশব চন্দ্র মুখার্জী
ক্ষিতিশ চন্দ্র দাস
ক্ষিতিশ চন্দ্র ঘোষ
কুমুদ রঞ্জন দাস
কুমুদ রঞ্জন ঘোষ
কুমুদ রঞ্জন মুখার্জী
লক্ষ্মীকান্ত দাস
লক্ষ্মীকান্ত ঘোষ
মাখনলাল দাস
মাখনলাল ঘোষ
মাখনলাল সেন
মানিক চন্দ্র দাস
মানিক চন্দ্র ঘোষ
মানিক চন্দ্র মুখার্জী
মানিকলাল দত্ত
মানিকলাল সেন
মানিন্দ্র নাথ দাস
মানিন্দ্র নাথ ঘোষ
মানিন্দ্র নাথ মুখার্জী
মানিন্দ্র নাথ সেন
মনোরঞ্জন ব্যানার্জী
মনোরঞ্জন দাস
মনোরঞ্জন ঘোষ
মনোরঞ্জন মুখার্জী
মনোরঞ্জন সেন
মৃত্যুঞ্জয় বসু
মৃত্যুঞ্জয় দাস
মৃত্যুঞ্জয় ঘোষ
মৃত্যুঞ্জয় মুখার্জী
মৃত্যুঞ্জয় সেন
নগেন্দ্র নাথ দাস
নগেন্দ্র নাথ ঘোষ
নগেন্দ্র নাথ মুখার্জী
নগেন্দ্র নাথ সেন
নলিনী কান্তি দাস
নলিনী কান্তি ঘোষ
নলিনী কান্তি মুখার্জী
নলিনী রঞ্জন দাস
নলিনী রঞ্জন ঘোষ
নরেন্দ্র নাথ দাস
নরেন্দ্র নাথ ঘোষ
নরেন্দ্র নাথ মুখার্জী
নরেন্দ্র নাথ সেন
নীহার রঞ্জন দাস
নীহার রঞ্জন ঘোষ
নিখিল চন্দ্র দাস
নিখিল চন্দ্র ঘোষ
নিমাই চরণ দাস
নিমাই চরণ ঘোষ
নির্মল চন্দ্র দাস
নির্মল চন্দ্র ঘোষ
নির্মল চন্দ্র সেন
নীতিন্দ্র নাথ দাস
নীতিন্দ্র নাথ ঘোষ
নীতিন্দ্র নাথ মুখার্জী
পঞ্চানন চক্রবর্তী
পঞ্চানন দাস
পঞ্চানন ঘোষ
পঞ্চানন মুখার্জী
পার্থ প্রতিম দাস
পার্থ প্রতিম ঘোষ
পবিত্র রঞ্জন দাস
পবিত্র রঞ্জন ঘোষ
প্রভাত চন্দ্র দাস
প্রভাত চন্দ্র ঘোষ
প্রভাত চন্দ্র মুখার্জী
প্রদ্যোত কুমার ভট্টাচার্য
প্রদ্যোত কুমার দাস
প্রদ্যোত কুমার ঘোষ
প্রফুল্ল চন্দ্র দাস
প্রফুল্ল চন্দ্র ঘোষ
প্রফুল্ল চন্দ্র মুখার্জী
প্রমোদ কুমার দাস
প্রমোদ কুমার ঘোষ
প্রমোদ কুমার মুখার্জী
প্রশান্ত কুমার দাস
প্রশান্ত কুমার ঘোষ
প্রশান্ত কুমার মুখার্জী
প্রতুল চন্দ্র দাস
প্রতুল চন্দ্র ঘোষ
প্রতুল চন্দ্র মুখার্জী
পূর্ণ চন্দ্র দাস
পূর্ণ চন্দ্র ঘোষ
পূর্ণ চন্দ্র মুখার্জী
পূর্ণেন্দু দাস
পূর্ণেন্দু ঘোষ
পূর্ণেন্দু মুখার্জী
রাধা চরণ দাস
রাধা চরণ ঘোষ
রাধা কান্ত দাস
রাধা কান্ত ঘোষ
রাজেন্দ্র চন্দ্র দাস
রাজেন্দ্র চন্দ্র ঘোষ
রাজেন্দ্র নাথ দাস
রাজেন্দ্র নাথ ঘোষ
রামচন্দ্র দাস
রামচন্দ্র ঘোষ
রামচন্দ্র মুখার্জী
রামকৃষ্ণ দাস
রামকৃষ্ণ ঘোষ
রামকৃষ্ণ মুখার্জী
রামপ্রসাদ দাস
রামপ্রসাদ ঘোষ
রঞ্জিত কুমার দাস
রঞ্জিত কুমার ঘোষ
রতন লাল চক্রবর্তী
রতন লাল দাস
রতন লাল ঘোষ
রেবতী মোহন দাস
রেবতী মোহন ঘোষ
রুদ্র প্রতাপ দাস
রুদ্র প্রতাপ ঘোষ
শৈলেন্দ্র নাথ দাস
শৈলেন্দ্র নাথ ঘোষ
শৈলেন্দ্র নাথ মুখার্জী
শান্তি রঞ্জন দাস
শান্তি রঞ্জন ঘোষ
শরৎ চন্দ্র দাস
শরৎ চন্দ্র ঘোষ
শরৎ চন্দ্র মুখার্জী
শশধর আচার্য
শশী ভূষণ দাস
শশী ভূষণ ঘোষ
শশী ভূষণ মুখার্জী
শিব নাথ দাস
শিব নাথ ঘোষ
শিব নাথ মুখার্জী
শিব প্রসাদ দাস
শিব প্রসাদ ঘোষ
শিবেন্দ্র নাথ দাস
শিবেন্দ্র নাথ ঘোষ
শোভন লাল দাস
শোভন লাল ঘোষ
শ্রীকান্ত দাস
শ্রীকান্ত ঘোষ
শ্রীকান্ত মুখার্জী
শ্রীনাথ দাস
শ্রীনাথ ঘোষ
শ্রীনাথ মুখার্জী
শুকদেব রায়
শুকদেব সেন
শ্যামল কুমার দাস
শ্যামল কুমার ঘোষ
সিদ্ধার্থ দাস
সিদ্ধার্থ ঘোষ
সীতারাম দাস
সীতারাম ঘোষ
স্মরণ চন্দ্র দাস
স্মরণ চন্দ্র ঘোষ
স্নেহাংশু দাস
স্নেহাংশু ঘোষ
সোহন লাল দাস
সোহন লাল ঘোষ
সুধাংশু দাস
সুধাংশু ঘোষ
সুধীর চন্দ্র দাস
সুধীর চন্দ্র ঘোষ
সুধীর চন্দ্র মুখার্জী
সুখেন্দু দাস
সুখেন্দু ঘোষ
সুকুমার দাস
সুকুমার ঘোষ
সুকুমার মুখার্জী
সুনীল চন্দ্র দাস
সুনীল চন্দ্র ঘোষ
সুনীল চন্দ্র মুখার্জী
সুপ্রকাশ দাস
সুপ্রকাশ ঘোষ
সুরেন্দ্র নাথ দাস
সুরেন্দ্র নাথ ঘোষ
সুরেন্দ্র নাথ মুখার্জী
সুশীল চন্দ্র দাস
সুশীল চন্দ্র ঘোষ
সুশীল চন্দ্র মুখার্জী
স্বদেশ চন্দ্র দাস
স্বদেশ চন্দ্র ঘোষ
স্বদেশ চন্দ্র মুখার্জী
উদয় চন্দ্র দাস
উদয় চন্দ্র ঘোষ
অন্যান্য প্রদেশ থেকে বাঙালি
ইউনাইটেড প্রভিন্স (১৯০৯-১৯২১):
385. শচীন্দ্র নাথ সান্যাল
ইউনাইটেড প্রভিন্স (১৯৩২-১৯৩৮):
386. বটুকেশ্বর দত্ত
দিল্লি প্রভিন্স (১৯৩২-১৯৩৮):
387. হরবন্ধু সমাজদার
বিহার প্রভিন্স (১৯৩২-১৯৩৮):
388. প্রমথ নাথ ঘোষ
আসাম প্রভিন্স (১৯৩২-১৯৩৮):
389. বিনয় লস্কর
390. গোপেন রায়
তথ্যসূত্র: তালিকাটি আন্দামান সেলুলার জেলের রেকর্ড, লিটারেসি প্যারাডাইসের প্রকাশিত তথ্য, এবং অন্যান্য ঐতিহাসিক সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে।
বিশেষ নোট: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯০৯-১৯৩৮ সালের মধ্যে ৫৮৫ জন বিপ্লবীর মধ্যে ৩৯৮ জন ছিলেন বাঙালি, তবে এই তালিকায় ৩৯০ জনের নাম পাওয়া গেছে। বাকি ৮ জনের নাম সংগ্রহ করা সম্ভব হয়নি।
বিতর্ক: সাম্প্রতিক সময়ে সেলুলার জেলের ফলক থেকে শতাধিক বাঙালি বিপ্লবীর নাম সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে।
#GrokAI
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন