শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

দিল্লী পুলিশ ~ সমীক মুখোপাধ্যায়

প্রফেটের কাছে ক্ষমা চেয়ে - 

(যদি) দিল্লি পুলিশ নাচে-
খবরদার এসো না কেউ হেড আপিসের কাছে ;
চাইবে নাকো ডাইনে বাঁয়ে চাইবে নাকো পাছে ;
চার পা তুলে থাকবে ঝুলে পদ্মফুলের গাছে !

      (যদি) দিল্লি পুলিশ আসে-
      খবরদার! খবরদার! গ্রন্থাগারের পাশে
      টিয়ার গ্যাসের শেল ফাটবে, লাঠির বাড়ি কাঁধে ;
      দু হাত তুলে বলতে হবে, 'জয় শ্রীরাম' আর 'রাধে' !

(যদি) দিল্লি পুলিশ হাঁচে -
আনুগত্যের ছাপ পড়বে হস্টেলের ঐ কাচে ;
মুখের ওপর রুমাল বেঁধে আসবে এবিভিপি ;
মাথার খুলি দু-ফাঁক হলেও উদাস দিল্লি-সিপি।

      (যদি) দিল্লি পুলিশ ছোটে-
      সবাই যেন তড়বড়িয়ে জানলা বেয়ে ওঠে ;
      ভাবলে কথা শাহীন বাগের চলবে নাকো মোটে;
      ভবিষ্যতের গাঁড় মারবে এফআইআরের চোটে !

 
(যদি) দিল্লি পুলিশ ডাকে-
সবাই যেন জগ্‌গু ভিসির পায়ের নিচে থাকে ;
দেশপ্রেমের ঘণ্ট বেটে মাথায় মলম মাখে ;
গরম চাটু ঘষতে থাকে অমিত শাহের নাকে !

      তুচ্ছ ভেবে এ-সব কথা করছে যারা হেলা,
      দিল্লি পুলিশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা ।
      দেখবে তখন কোন্‌ কথাটি কেমন করে ফলে,
      আমায় তখন দোষ দিওনা, আগেই রাখি বলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন