তৃণমূলের পাল্টা মিছিল,
ডাক দিয়েছেন শঙ্কু রে।
প্রতিবাদের বিষলতাকে
উপড়ে ফেলো অঙ্কুরে।
হাঁটবে নায়ক হাঁটবে গায়ক
বিদ্দ্বজ্জন… সুবোদ্ধা।
তোলাবাজ আর আরাবুল আর
অর্পিতা আর সুবোধদা'।
কাদের হাতে পাওয়ার এখন
প্রমাণ দেব সংখ্যাতে
প্রমাণ দেব সবাই রাবন
পৌঁছে গেলে লঙ্কাতে।
ডাক দিয়েছেন শঙ্কু রে।
প্রতিবাদের বিষলতাকে
উপড়ে ফেলো অঙ্কুরে।
হাঁটবে নায়ক হাঁটবে গায়ক
বিদ্দ্বজ্জন… সুবোদ্ধা।
তোলাবাজ আর আরাবুল আর
অর্পিতা আর সুবোধদা'।
কাদের হাতে পাওয়ার এখন
প্রমাণ দেব সংখ্যাতে
প্রমাণ দেব সবাই রাবন
পৌঁছে গেলে লঙ্কাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন