শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪

বিদ্রোহ আর চুমুর দিব্যি ~ শ্রেয়সী রায়

​আমার শহরে barricade তুলে কাল,

leaflet দিলে হরতাল হবে বলে ;
ঠোঁটে ঠোঁট রেখে তৈরী আমি ও সে,
barricade জুড়ে লাল পলাশেরা দোলে॥

চুমুর মতন-ই বিপ্লব কাল রাতে -
আলগোছে এসে দরজায় কড়া নাড়ে;
আমার শহর-ও বিদ্রোহ করেছিল,
হাতে হাত রেখে ,
ঠোঁটে ঠোঁট আর চোখে চোখ রেখে-
আগুন অঙ্গীকারে .......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন