কিছু কিছু শব্দ আজ বিপন্নতায় ভোগে,
‘প্রতিবাদ’, ‘প্রতিরোধ’, ‘বুকের আবেগে –
ঋজু হওয়া মেরুদণ্ড’, ‘বুকের পাঁজর’
শব্দগুলো আজও বেঁচে; জীর্ণপ্রায় মনের ভিতর।
যতবার ছুঁড়ে ফেলি- আপসের সব লেন-দেন-,
আমারই রক্তে ভেজে খুন হওয়া শাল্কু সরেন।
মিলে মিশে একাকার কাকদ্বীপ তেলেঙ্গানায়,
শব্দেরা বয়ে চলে দেহ জুড়ে লোহিত কণায়।
যে সকাল চেয়েছিলাম, সে সকাল আসেনি এখনও
গাজা যা পেরেছে আজ, আমরা তা পারিনা কখনো।
তবুও অপেক্ষা করি, পুষে রাখি যত অনুভব-
লড়াইয়ের ময়দানে আমরাই মার্শাল জুকভ।
‘প্রতিবাদ’, ‘প্রতিরোধ’, ‘বুকের আবেগে –
ঋজু হওয়া মেরুদণ্ড’, ‘বুকের পাঁজর’
শব্দগুলো আজও বেঁচে; জীর্ণপ্রায় মনের ভিতর।
যতবার ছুঁড়ে ফেলি- আপসের সব লেন-দেন-,
আমারই রক্তে ভেজে খুন হওয়া শাল্কু সরেন।
মিলে মিশে একাকার কাকদ্বীপ তেলেঙ্গানায়,
শব্দেরা বয়ে চলে দেহ জুড়ে লোহিত কণায়।
যে সকাল চেয়েছিলাম, সে সকাল আসেনি এখনও
গাজা যা পেরেছে আজ, আমরা তা পারিনা কখনো।
তবুও অপেক্ষা করি, পুষে রাখি যত অনুভব-
লড়াইয়ের ময়দানে আমরাই মার্শাল জুকভ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন