রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪

হাল্লা যখন যুদ্ধে চলেন ~ সোমনাথ রায়

হাল্লা যখন যুদ্ধে চলেন চ্যানেল জুড়ে ঢিচক্যাঁও
পোখরান আর কেওনঝোড়ে ম্যাকিনসেতে মিশ খাও
হিন্দি পাকি ক্রিকেটম্যাচে ক্ষান্তবুড়ির ঠানদি
দল ভারি হয় শব মিছিলে, স্বপ্নে ছিলেন গান্ধি
একশ ভাইয়ের কেউ ছাড়িনি খেমের রুজের পাঁচগ্রাম
অক্ষৌহিনী হত্যালীলায় বাবরি ভাঙি, রামরাম-
যুদ্ধ যখন 'হল্লা বোল'-এর, সংখ্যালঘুর ঘরদোর
সব জ্বলে যায়, বেস্টবেকারি- অউশটিশের অফশোর
ট্রোজান অশ্ব, খোঁজ আন বশ্য বক্সাইটের সম্ভার
পার করেগা সালোয়া জুদুম আব কি বারের সরকার।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন