বাল ঠাকরে বাধঁবে রাখী শাহরুখের হাতে
বিন লাদেন আর ওবামা আজ করবে চরুইভাতে ।
সৌরভের দাদাগিরি চ্যাপেল চিফ গেষ্ট
নন্দনের পুকুর পাড়ে মম-বুদ্ধ'র রেস্ট ।
মাওবাদীদের বন্দুকে নয় মানুষে আজ ভরসা
পূর্ব দিকে আজ গোধূলি পশ্চিমে ভোর ---ফরসা ।
শিলা পোতা ছেড়ে দিদির ঝাড়পোছ আজ ট্রেনে
মাথা মহামূল্যবান----------হার্ট'টা থাক না ব্রেনে ।
শ্রেণীর লড়াই অহেতুক মউ'তেই সমঝোতা
ফিদেল আর বিল গেটস---এই দুজন মূল হোতা ।
পুজিঁবাদের সাম্যবাদ আর সাম্যবাদের পুজিঁ'র
অন্য একের পরিপূরক ভয় কি সবার রুজি'র ।
ভাবিস তোরা স্বপ্ন এন্ড'-এ এটাই কনক্লুশন
আনন্দ (!) বাজারের দিব্যি-----এটাই ওদের মিশন ।
একনাগাড়ে লিখছে এসব-----হজম হতে বাধ্য
করবে পরখ ? ঠিক না বেঠিক-----আছে তোমার সাধ্য ?
বিন লাদেন আর ওবামা আজ করবে চরুইভাতে ।
সৌরভের দাদাগিরি চ্যাপেল চিফ গেষ্ট
নন্দনের পুকুর পাড়ে মম-বুদ্ধ'র রেস্ট ।
মাওবাদীদের বন্দুকে নয় মানুষে আজ ভরসা
পূর্ব দিকে আজ গোধূলি পশ্চিমে ভোর ---ফরসা ।
শিলা পোতা ছেড়ে দিদির ঝাড়পোছ আজ ট্রেনে
মাথা মহামূল্যবান----------হার্ট'টা থাক না ব্রেনে ।
শ্রেণীর লড়াই অহেতুক মউ'তেই সমঝোতা
ফিদেল আর বিল গেটস---এই দুজন মূল হোতা ।
পুজিঁবাদের সাম্যবাদ আর সাম্যবাদের পুজিঁ'র
অন্য একের পরিপূরক ভয় কি সবার রুজি'র ।
ভাবিস তোরা স্বপ্ন এন্ড'-এ এটাই কনক্লুশন
আনন্দ (!) বাজারের দিব্যি-----এটাই ওদের মিশন ।
একনাগাড়ে লিখছে এসব-----হজম হতে বাধ্য
করবে পরখ ? ঠিক না বেঠিক-----আছে তোমার সাধ্য ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন