নখের আচঁর ভালবাসলে
শরীরে দাগ- রক্ত রক্ত
কবিতা নয়, কবিতা নয়...
আর্তনাদের শব্দ শুনছো?!
বিপ্লবী মন দেওয়াল লেখে
যুদ্ধে যাবো- যাবোই এবার
বুক পেতে দিই রণক্ষেত্রে
দেখতে পাচ্ছো? শুনতে পাচ্ছো?!
নীরব কোনো একাকীত্মে
সরব কোনো যন্ত্রনামুখ-
অস্থির মন কুচকাওয়াজে
ভুল পা ফ্যালে... বুঝতে পারছো?!
মরক শেষে বেঁচে ফেরা
দু এক জোড়া দোয়েল ফিঙ্গে
সকাল হলেই শিষ দিতে চায়
সভ্যতার ই নিয়ম মেনে;
গুলতি ছোড়ে ওদের দিকে
বদলে যাওয়া ঋতুচক্র
আগুন থেকে ফুল ফোটে না
বুঝতে পারছো? শুনতে পাচ্ছো?!
শুম্ভ নিশুম্ভদের খেলা
মুন্ড নিয়ে কড়চা চলছে
মন গুলো সব মোমের মত
বিষ ঢেলে দে... আগুন গলছে;
হাত টা তো নেই, পা মাথা নেই
বুক, চোখ , মুখ খুবলে গ্যাছে
নিজের কবর খুড়ছি নিজে
পাপ পূন্যের উৎস থেকে............
মানুষ বড় কষ্টে আছে
কান্না কোনো শুনতে পাচ্ছো?!
মানুষ কাঁদছে শুনতে পাচ্ছো?!
শুনতে পাচ্ছো!!!
শরীরে দাগ- রক্ত রক্ত
কবিতা নয়, কবিতা নয়...
আর্তনাদের শব্দ শুনছো?!
বিপ্লবী মন দেওয়াল লেখে
যুদ্ধে যাবো- যাবোই এবার
বুক পেতে দিই রণক্ষেত্রে
দেখতে পাচ্ছো? শুনতে পাচ্ছো?!
নীরব কোনো একাকীত্মে
সরব কোনো যন্ত্রনামুখ-
অস্থির মন কুচকাওয়াজে
ভুল পা ফ্যালে... বুঝতে পারছো?!
মরক শেষে বেঁচে ফেরা
দু এক জোড়া দোয়েল ফিঙ্গে
সকাল হলেই শিষ দিতে চায়
সভ্যতার ই নিয়ম মেনে;
গুলতি ছোড়ে ওদের দিকে
বদলে যাওয়া ঋতুচক্র
আগুন থেকে ফুল ফোটে না
বুঝতে পারছো? শুনতে পাচ্ছো?!
শুম্ভ নিশুম্ভদের খেলা
মুন্ড নিয়ে কড়চা চলছে
মন গুলো সব মোমের মত
বিষ ঢেলে দে... আগুন গলছে;
হাত টা তো নেই, পা মাথা নেই
বুক, চোখ , মুখ খুবলে গ্যাছে
নিজের কবর খুড়ছি নিজে
পাপ পূন্যের উৎস থেকে............
মানুষ বড় কষ্টে আছে
কান্না কোনো শুনতে পাচ্ছো?!
মানুষ কাঁদছে শুনতে পাচ্ছো?!
শুনতে পাচ্ছো!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন