ক্ষতর ভীড়ে গতরখাটা তুচ্ছ রসদ,
খরচ করে হিসাব রাখা পাওনা নগদ...
অবুঝ সঙ্গী পেটের জন্য শুধুই ছুটি,
দিনের শেষে ভাগ্যে জোটে একটু রুটি।
তবুও তো ইচ্ছে করে একটু বাঁচার,
জীবন টাকে রাখছি বাজি রোজই আবার...
হোঁচট খেয়ে হেঁটেই চলি সমস্তদিন,
ফিরিয়ে দেবার অঙ্গীকারে সমস্ত ঋন।
গোলকধাঁধায় হারিয়ে গেছে নিদ্রা আমার,
যত্নে রাখা ইচ্ছেগুলো এখন তোমার...
হাত বাড়িয়ে খুঁজেই চলি কাছের মানুষ,
ভালবাসা দূর আকাশের মিথ্যে ফানুস।
নাগরিক মন দেয় পুড়িয়ে সব অপবাদ,
স্তব্ধতায় ঢাকছি আমার অথৈ বিষাদ।
সংগ্রামী মন স্বপ্ন সাজায় দিনপ্রতিদিন,
কালের ঘরে শনি এবার হবেই বিলীন...
আলোর হদিশ মিলবে এবার,আবীর ওড়াই,
মৃত্যুভিক্ষা চাইনা আর...এবার লড়াই।
খরচ করে হিসাব রাখা পাওনা নগদ...
অবুঝ সঙ্গী পেটের জন্য শুধুই ছুটি,
দিনের শেষে ভাগ্যে জোটে একটু রুটি।
তবুও তো ইচ্ছে করে একটু বাঁচার,
জীবন টাকে রাখছি বাজি রোজই আবার...
হোঁচট খেয়ে হেঁটেই চলি সমস্তদিন,
ফিরিয়ে দেবার অঙ্গীকারে সমস্ত ঋন।
গোলকধাঁধায় হারিয়ে গেছে নিদ্রা আমার,
যত্নে রাখা ইচ্ছেগুলো এখন তোমার...
হাত বাড়িয়ে খুঁজেই চলি কাছের মানুষ,
ভালবাসা দূর আকাশের মিথ্যে ফানুস।
নাগরিক মন দেয় পুড়িয়ে সব অপবাদ,
স্তব্ধতায় ঢাকছি আমার অথৈ বিষাদ।
সংগ্রামী মন স্বপ্ন সাজায় দিনপ্রতিদিন,
কালের ঘরে শনি এবার হবেই বিলীন...
আলোর হদিশ মিলবে এবার,আবীর ওড়াই,
মৃত্যুভিক্ষা চাইনা আর...এবার লড়াই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন