- গুড মর্নিং স্যার। মাইসেলফ মহেশ, ফ্রম হরিণঘাটা।
- মর্নিং। লেখাপড়া কদ্দুর?
- স্যার তিন বার উচ্চমাধ্যমিক দিয়েছি, তারপর ডিপ্লোমার জন্য চেষ্টা করছি, আশা করছি...
- ওভার-কোয়ালিফায়েড।
- আজ্ঞে?
- ডিপ্লোমা হয়ে গেলে ওভার-কোয়ালিফায়েড হয়ে যেতেন। যাজ্ঞে, কম্পিউটার ব্যবহার কতটা পারেন?
- স্যার ওয়ার্ড, স্প্রেডশিট, পাওয়ার পয়েন্ট, সামান্য ভিডিও এডিটিং আর জা..
- ফটোশপ? পারেন?
- হ্যাঁ অল্প স্বল্প পারি।
- অল্প স্বল্পতে হবে না। এনিওয়ে, ওটা শিখিয়ে দেওয়া হবে। এবার আপনাকে কয়েকটা ছবি আর ভিডিও দেখাবো, আপনাকে বলতে হবে এটা কিসের ছবি আর ভিডিও। রেডি?
- ওকে স্যার।
- ছবি নম্বর ওয়ান। এটা কোন জায়গা?
- স্যার এটা তো দেখে মনে হচ্ছে নিউ ইয়র্কের ম্যানহ্যাটান।
- আপনি শিওর?
- হ্যাঁ, ওই তো এম্পায়ার স্টেট বিল্ডিং।
- ভুল। এটা আমেদাবাদের আশ্রম রোড।
- কিন্তু স্যার...
- নেক্সট, এটা কিসের ভিডিও?
- ইসসস! কী ভয়ংকর! আইসিস জঙ্গি বা মেক্সিকান ড্রাগ ওয়ারের ভিডিও মনে হচ্ছে স্যার। জানেন স্যার মেক্সিকোর ড্রাগ মাফিয়ারা এরকম গলা কেটে ডজন ডজন মানুষকে ঝুলিয়ে রাখে রাস্তার মোড়ে...
- কিন্তু এটাকে কী বলে চালাতে হবে?
- মানে স্যার..
- ধুর! এটাকে বলতে হবে পশ্চিমবঙ্গে মুসলমানদের হাতে হিন্দু খুনের ভিডিও। আপনার পারফরম্যান্স এখনো অবধি ডিসাপয়েন্টিং। যাই হোক, পরের ছবিটা দেখুন। এটা কি?
- সিপিএমের মিছিল মনে হচ্ছে স্যার। টিয়ার গ্যাস শেল তুলছে হাত দিয়ে।
- তারপর?
- এটাকেও বিজেপির মিছিল বলবো? কিন্তু স্যার পতাকাটা?
- এখানেই তো ফটোশপ স্কিল! সবই বলে দিতে হচ্ছে আপনাকে। পরের ভিডিওটা দেখুন।
- এটা দেখেছি, উত্তর প্রদেশে দলিতদের হাত কেটে দিচ্ছে ঠাকুররা। এই জাতি দাঙ্গা কবে থামবে কে ...
- আমাদের কাজে কী ভাবে আসতে পারে?
- বুঝলাম না। অখিলেশের আমলের ঘটনা বলবো?
- হুঁ, সেটা বলা যেতে পারে তবে তার চেয়েও ভালো হবে যদি বলেন মুসলমানদের হাতে দলিত খুন।
- লোকে বিশ্বাস করবে?
- বার বার করে বললেই করবে। এই ছবিটা চেনেন?
- হ্যাঁ কি যেন নাম? পুলিশের হেফাজতে মরে গেলো। বাম রাজনীতি করতো। সুদীপ্ত না কি...
- আমরা কি বলবো?
- কি বলবো স্যার? আমরা বামেদের হয়ে প্রচার করবো নাকি?
- উফফ! আপনি তো মহা উজবুক! এর নাম হবে সত্যনারায়ণ আগরওয়াল। এবিভিপির কর্মী। মমতার পুলিশ খুন করেছে। নাঃ আপনাকে দিয়ে হবে না। পরীক্ষায় কোনোদিন টুকেছেন?
- না স্যার। বাবা বলতেন "যা নিজে পারবে তাই...
- বোঝা গেছে। আপনি আসতে পারেন। জয় শ্রী..?
- রাম!
- হর হর..?
- মহাদেব!
- মহাদেব না, মোদি। ওই জন্যই বললাম আপনাকে দিয়ে হবে না। আসুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন