- আপকা স্ত্রীকা নাম এনআরসি মে নেহি হ্যায়, আপকা স্ত্রী হিন্দু হ্যায়?
- হ্যাঁ স্যার, ওঁর বাবা আসলে ১৯৭১-এ পালিয়ে এসেছিলেন, জানেনই তো সেই সময়ে কী হয়েছিল, কী করবে বলুন? হিন্দু হয়ে তখন বেঁচে থাকাই মুশকিল বাংলাদেশে, সঙ্গে যুবতী স্ত্রী থাকলে তো কথাই নেই...
- ম্যারেজ সার্টিফিকেট হ্যায়?
- হ্যাঁ স্যার। এই যে..
- ইসমে তো লিকখা হ্যায় "স্পেশ্যাল ম্যারেজ এক্ট", মুসলমান থি ক্যা?
- না স্যার, হিন্দু। ওরা নমশূদ্র, আমরা ব্রাহ্মণ। আমার বাবা রাজি ছিলেন না বিয়েতে। তাই বাধ্য হয়ে পালিয়ে বিয়ে করেছি। স্পেশ্যাল ম্যারেজ এক্ট সেই জন্যই।
- উনকা বাপ কো বুলাইয়ে... বিশ্বাস, মন্ডল ইয়ে সব তো মুসলমান কা ভি নাম হোতা হ্যায়।
- ওঁর বাবা তো আর বেঁচে নেই স্যার, মা-ও আগের বছর গত হলেন...
- তো ফির ক্যায়সে পাতা করে কি ইয়ে হিন্দু থি?
- স্যার, সিঁদুর দেয়, শাঁখা পরে, এরপরেও হিন্দু নয়?
- উও সব তো দিখানে কে লিয়ে কোই ভি পেহেন সকতা হ্যায়, মেরে পাস এক মুসলিম ফ্যামিলি আয়া থা, উও কৃষ্ণ কা ফোটো রাখতা হ্যায় পার্স মে, বোলতা হ্যায় কে বাউল ইয়া কুছ হ্যায়, তো ফির উসকো ভি হিন্দু বোলনা পড়েগা। আপকে পাস ঔর কই প্রুফ হ্যায়?
- স্যার আর কী প্রমান দেব বলুন? কোনোদিন তো ভাবিনি যে প্রমান লাগবে, আপনি মাই বাপ, একবার বুঝুন যে প্রমান করা কতটা মুশকিল..
- আপকা বেটা সরকারি নৌকরি করতা হ্যায়?
- হ্যাঁ স্যার, বিএসএফের অফিসার..
- দেখিয়ে, সুপ্রিম কোর্ট বোলা হ্যায় কি বাংলাদেশি কা বেটা ভি বাংলাদেশি মানা যায়গা জিতনা দিন ভি ইস দেশ মে রাহা হো, আপকা বেটা কা নৌকরি রাহেগা কি নাহি বোল নাহি সকতে..
- স্যার আমরা মরে যাবো, অনেক কষ্ট করে ছেলে এই চাকরিটা পেয়েছে, রাত জেগে লেখাপড়া করেছে স্যার।
- বেজাত কো শাদি করনে কে পেহলে সোচনা থা আপকো...
নেক্সট!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন