যেমন মুছেছে রাজকুমারও
দিন গেলে শোক মুছে যায় সব।
ভোট নিতে গিয়ে খুন বেচারা
আইন মুলতুবি। জারি উৎসব।
কেন ফের খুন হল শিক্ষক?
যা হোক একটা কিছু ধরে নে!
হয়তো বা আর্থিক গোলমাল...
সম্পর্কের টানাপোড়েনে।
কিন্তু মরল কেন বৌ তার?
এ ব্যাপারে আছে কোনও ধারণা?
বিধবা মেয়েকে খেতে দেবে কে,
এ জগতে কেউ আহা কারও না!
তাই তো মারতে হল তাকেও
মরে গেল গর্ভের ভ্রুণ ও তার
এ রকম উজ্জ্বল অজুহাত
ঘুমোনো বিবেক নিয়ে শুনো তা!
আট বছরের ছোটো শিশুটি
অনাথ বাঁচাটা খুব ঝামেলা।
তাই বাছা, গর্দানে কোপ খা!
মৃত্যুর এ মিছিলে পা মেলা।
রাষ্ট্র কোথায় তুই আজকে?
কোনখানে পোড়ামুখ মুখ লুকোলি?
বেহায়া কার্নিভাল ঝলমল...
আয় নাচি, গানও গাই দু কলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন