সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭

চ্যাপলিন ~ আশুতোষ ভট্টাচার্য্য

সেলুলয়েড পর্দা জুড়ে
একটা মানুষ খেলার ছলে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে
দিনবদলের গল্প বলে।।

মুখে কিছুই বলছে না সে
নীরবতাই মুখের ভাষা
একাই তিনি যুদ্ধ লড়েন
হাজার মানুষ, রঙিন আশা।।

ভাল মানুষ, মন্দ মানুষ
রাজায় রাজায় যুদ্ধ করে
পথের মানুষ পথেই থাকে
হাজার হাজার বছর ধরে।।

তবুও তিনিই স্বপ্ন দেখান
চেনা টুপি,গোঁফ আর স্টিকে
পথ দেখাবেন অন্ধকারে
পূবের আকাশ হচ্ছে ফিকে।।

চার্লস চ্যাপলিন ( ১৬ই এপ্রিল ১৮৮৯- ২৫ ডিসেম্বর ১৯৭৭)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন