শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭

যাদবপুরে তো আমরা ~ আশুতোষ ভট্টাচার্য্য

দূরে দূরে শুধু ঘাস তৃণমূল মাঝে মাঝে কিছু পদ্ম
নেতা মন্ত্রীরা প্রাতরাশ করে বিশ্রাম নেন সদ্য;
যত বেয়াদব চুপ হয়ে গেছে,হেসে হেসে কন পার্থ
মাকুদের যত কায়দাকানুন নিমেষে করেছি ব্যর্থ;
আলিমুদ্দিনে ইয়েচুরি সাথে সূর্য বিমান বুদ্ধ
বলেন কিহবে ভারি ডামাডোল সব পথ অবরুদ্ধ ;
একরোখা কিছু একুশ বাইশ ক্ষমতা যৎসামান্য
যাদবপুরের পড়ুয়া তো তারা, চিন্তা ভাবনা অন্য;
তাদের পাশেই আর্টস ফ্যাকাল্টি, অনেক ছাত্রছাত্রী
মিটিং মিছিল পোস্টারে সব মুখরিত দিনরাত্রি ;
মন্ত্রী বলেন এস এফ আই যদি জিতে যায় কোন চান্সে
আমিও দেখিস পি এইচ ডি পাব,জার্মানি নয় ফ্রান্সে;
এরা গাঁজাখোর, গোলমাল করে তবু মনে জাগে ধন্ধ
রূপাদি বলেন ওদের গায়ে তো সাম্যবাদের গন্ধ;
নতমুখে ফেরে কেন্দ্র রাজ্য নেতারা হোমরা চোমরা
ক্ষমতায় তুমি যতদিন আছ, যাদবপুরে তো আমরা।।

যাদবপুর আর্টস ফ্যাকাল্টি নির্বাচনে জয়ী ছাত্রছাত্রীদের অভিনন্দন।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন