কোথাও কিছু ফুটলো ছাতিম, কোথাও কিছু পড়লো ঝরে
ভাবতে এ সব ভাল্লাগে না, বর্ণমালার কোন অক্ষরে
লিখছো ফাঁকি আরাত্রিদিন ঋণ মেটানোর ক্লান্ত আভাস
খাতক আমিই নই মহাজন, ধার করে খাই বারোটা মাস
কিন্তু সে সব কূটকচালি, হিসেব নিকেশ, পাওনা দেনা
ভাবছো যখন অনন্যমন, আর কি তোমায় যাচ্ছে চেনা?
আটপহুরের খোলস ছিঁড়ে তুলছো ধনুক লক্ষ্যবেধী
বিদ্ধ করবে? আপত্তি নেই, বিষ যেন হয় মর্মভেদী
আগুন যখন পোড়াচ্ছে রোজ বলবো কি আর কেমন জ্বালা
রঙ মেখেছি শরীর জুড়ে, জগৎ আমার নাট্যশালা
এই মুহূর্তে বাঁচছি প্রবল এই মুহূর্তে যাচ্ছি মরে
ভাবতে এ সব ভাল্লাগে না, কোথায় ছাতিম পড়লো ঝরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন