বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

এই সময়ের গান (৩) ~ অমিতাভ প্রামানিক

আরো জোরে গান ধর ভাই গুপি,
আরো জোরে বাজা, ও বাঘা বাইন –
গিভ আস রেইন, ডিয়ার অলমাইটি,
প্লীজ প্লীজ প্লীজ, নো মোর সানশাইন।

ছিন্ন ভিন্ন হচ্ছে সময়
কোথায় দণ্ড, কোথায় আইন?
কাঙালের ধন চুরি করে নিতে
রাজপ্রতিনিধি দিচ্ছে লাইন।
শিক্ষাক্ষেত্রে ছড়ি ঘোরাচ্ছে
যে পাশ করেনি কেলাশ নাইন –
গিভ আস রেইন, ডিয়ার অলমাইটি,
প্লীজ প্লীজ প্লীজ, নো মোর সানশাইন।

কোটি টাকা দিয়ে ছবি বিকোচ্ছে,
লজ্জায় মলো গণেশ পাইন!
দাড়িওলা শুধু মাথা নেড়ে বলে,
এই সব আর্ট্‌স্‌ দারুণ ফাইন!
মুল্লুক সব বিকিয়ে গিয়েছে,
মগ দেখে বলে, এসব মাইন –
গিভ আস রেইন, ডিয়ার অলমাইটি,
প্লীজ প্লীজ প্লীজ, নো মোর সানশাইন।

1 টি মন্তব্য:

  1. গিভ আস রেইন, ডিয়ার অলমাইটি,
    প্লীজ প্লীজ প্লীজ, নো মোর সানশাইন।

    চমৎকার লেখা, কবিকে ধন্যবাদ ।

    উত্তরমুছুন