সোমবার, ২০ জুন, ২০২২

পুড়ছ্যে রাবন ~ সুস্মিতা ওঝা

বল্যেছিলিস দেশট জুড়্যে চালাইন্ দিবিস 'বিকাশ' রথ!
দেশের বেকার ছেল্যা পাল্য কেমন ধারা 'অগ্নিপথ'!
বিকাশ যাঁয়্যে গড়গড়ায়্যেঁ ঢুকল্য পুঁজিপতির ঘর,
কাজ হারাল্যেক কত মানুষ, মরল্য কত পথের পর। 
কাঠ-কুচরি কুড়াইঁ আন্যে রাঁধত্য হামার গরীব মা,
দেখ্যে ত তর চ'খের আঁশু বাঁধন যেমন মানথ্য না!
একট ফিরি সিলিণ্ডারে, মায়ের সাথে ফটক ট,
গরীব মানুষ সাধাসিধা, বুঝল্য বাদে রগড় ট। 
দাম বাঢ়ালিস চড়চড়ায়্যেঁ, সব ল'কেরই মাথায় হাত,
দ্যাখ হুলক্যে উনানশালে, উনানে ফের পাল্হা-পাত। 
নোটবন্দী, সেটও ছিল তর কাছে এক মজার খেল,
কাল' টাকা করলি সাদা, ন্যাড়ার মাথায় ভাঙলি বেল! 
বল্যেছিলিস ফি বছরে দু'কোটি চাকরি হব্যেক,
আজ শুনাছিস দেড় বছরে চুক্তি কর‍্যে লাখ দশেক!
বারে বারে ভাঁওতা দিবিস, করবি তবে মস্ত ভুল,
চার বছরের চুক্তি সেনা! লড়ব্যে যারা জান কবুল! 
ভণ্ডামি তর দেখলি বহুত, ভণ্ডামি তর বেলাগাম,
'অগ্নিপথেই' পুড়ছ্যে রাবন, যতই সাজিস নকল রাম।
                      ----------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন