বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

পুকুর-চোর ~ অরুণাচল দত্তচৌধুরী

বাংলার  তাল-পুকুরে
সিপিএম ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

তোমাদের সবার চেনা
চিটফান্ড গাছ আছে না
হোথাতে আস্তে গিয়ে
বিকট এক চিত্র নিয়ে
দুই কোটি যেই বেচেছি
কী বিকট চেঁচামেচি 

সততার প্রতীক ওড়ে
পঁচিশ আর পচাত্তরে
আমি চোর? সব্বাই চোর।
কী উপায়? প্রশান্ত্-কিশোর!

অ্যাডভাইস উচ্চ ফি'তে
কিনে, হয় মেনেই নিতে।
রটালাম... কাটমানি খায়
ওরা সব নীচের তলায়,
পুর আর পঞ্চায়েতে।
শুনে সব উঠল তেতে।

ভোটার তো ভারি নচ্ছার
ধুমাধুম গোটা দুচ্চার
দিতে চায় কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।
মানি আর নাই বা মানি
আমি তো চুরির রাণী। 
কী ভাবে ভাইপোটাকে
বাঁচাব? চিন্তা থাকে...

ব্রাত্যর ফালতু বকা
ডোন্ট মাইন্ড... সুজন সখা
দরকার মান্নানেরও!
এসো আজ, এদিক ফেরো...

তোমাদের অফিস-টফিস
ফেরাব। চাইছ ক'পিস?

সেকি ভাই যায় রে ভুলা-
ভোটারের পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন