শনিবার, ১৫ জুন, ২০১৯

আপনাকেই চাই এনআরএসে ~ সঙ্গীতা বন্দোপাধ্যায়

কেন? কেন? কেন? কেন সর্বত্র আপনাকে যেতে হবে না? যেতে তো হবেই। আপনি ছাড়া কিছু হবে না এ রাজ্যে। আপনাকেই যেতে হবে প্রত্যেক জায়গায়। যখন প্রতিটা ব্যানারে, ফেস্টুনে, পোস্টারে, কাটআউটে নিজের ছবি ঠুসে ঠুসে দিয়েছিলেন তখন মনে হয়নি যে এত "আমি", "আমি", " আমি" করতে নেই? নিজের ডিকটেটর চেহারাটা এরকম করে হাজার বার করে ছাপিয়ে মানুষের চোখে ঘেন্না ধরিয়ে দিতে নেই? তখন মনে হয়নি যখন সব দুর্গাপুজোর সব প্যান্ডেল আপনার বিশাল বিশাল কাটআউট গুলোকে নিয়ে বিসদৃশসম দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছে? তখন মনে হয়নি যখন কোন ফিল্ম ফেস্টিভ্যাল, কোন নজরুল জয়ন্তী, কোন রবীন্দ্র জয়ন্তী, কোন উৎসব, কোন শোকসভা, কোন আনন্দ, কোন বিষাদ আপনাকে ছাড়া, আপনার বিপুল সংখ্যক ছবির বিজ্ঞাপন ছাড়া সম্পন্ন হয়নি? নয় নয় করে তো 8/9 বছর ভোগ করলেন আমাদের। তৃণমূল স্তর থেকে উঠে এসে এ রাজ্যে পরিবারতন্ত্র, রাজতন্ত্র চালু করে ফেলেছেন। আপনার ভাইপো তো আমাদের রাজপুত্র। এখন আপনি ছাড়া তো আমরা কাউকে চিনি না। কে আপনার মন্ত্রীসান্ত্রী? কাউকে গ্রহণযোগ্য মনে হয় না। আপনিই আসবেন। আপনাকে চাই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন