শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

সাবাস ~ অনামিকা

এখন থেকে কোথাও গেলে জানিয়ে যেও... কেমন!
ভিন পাড়াতে বন্ধুরা নেই... দাঁড়িয়ে আছে ডেমন।
এই বাংলার আলতো ছেলে, তুমি অরাজনীতি
এপাং-ওপাং ট্রামলাইনের সিনেমাটিক গীতি।
কড়ি কোমল প্রতিভাময়, জ্বলন্ত তরতাজা
ফুল রাইমএর মশাল তুমি, হাফ রাইমের রাজা।
কী অনায়াস অনভ্যস্ত ভাষার আঁকিবুঁকি 
সবাই লেখা নকল করি। ছন্দ থেকেও টুকি।

মধ্যবয়স পৌঁছে গেলে না খুঁজে ছলছুতো 
বঙ্গভাষী কলম আখের গুছিয়ে নেবেই দ্রুত।
এই রকমই নিয়ম যদি, কীসের তবে দেরি?
মঞ্চে ওঠো। কলমটাকে করতে থাকো ফেরি।
হাফ রাইমের ঈশ্বর হে, বেজায় মাথা চুলকে
সময় মতন করছ রিপু ঈশ্বরীয় ভুলকে।
সাবাস তোমায়, সার কথাটি ফেললে বুঝে আস্ত।
বাঁশ কিম্বা দূর্বা সবই দিনের শেষে ঘাস তো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন