বুধবার, ৭ অক্টোবর, ২০২০

ফেকু ~ সৌরভ মুখোপাধ্যায়

মহারাজ, এ কী সাজে, এলে হৃদয়পুর মাঝে
চরণতলে জিডিপি পড়ে, বিকাশ মরে লাজে

গর্ব সব টুটিয়া, রামমন্দিরে লুটিয়া
সকল থালা অসমসালা, করোনায় কেন বাজে...

এ কী কেলোর কীর্তি হল
নোটবন্দি-পাকে,
চিনেতে যত সৈন্য ছিল, মিলিল সে-লাদাখে।

করোনা নাহি পাঁপড়ে, ভাবিজী পড়ে ফাঁপড়ে...
নিরখি শুধু বিজনেসেতে
আম্বানি বিরাজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন