শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪

গেঞ্জি পুলিশের সওয়াল-জবাব ~ অনামিকা

গেঞ্জি পুলিশ গেঞ্জি পুলিশ, তোমার হাতে কি?
শক্ত বাঁশের পোক্ত লাঠি, লুকিয়ে রেখেছি।


কে ডেকেছে পুলিশ তোমায়, গভীর হলে নিশি।
-সবাই জানে, তিনিই মহান শিক্ষারত্ন ভিসি।


উর্দি কোথায়? তোমার গায়ে গেঞ্জি, পায়ে চটি।
-বন্ধু, ইয়ে গুন্ডাও যে এসেছিলেন ক'টি।


অমন করে মারলে পুলিশ? ছিঁড়লে গায়ের বস্ত্র?
-কী আর করা।ওরা তো সব মাওবাদী সশস্ত্র।


অস্ত্র কোথায়? গাইছিলো গান। শুনতে পাওনি পুলিশ?
-শিক্ষাই যে অস্ত্র ও'দের, কেমন করে ভুলিস?


শুনতে পাচ্ছো, হাইকোর্টও বলেছে শেম শেম।
-এটাই তোদের ডেমোক্রেসির চূড়ান্ত 'পবলেম'!


ছাত্রীদেরও ডলতে লজ্জা পাওনি পুলিশ ভাই?
-সবগুলো লাইট একসঙ্গে নিভিয়েছিলাম তাই।


ক্যামেরাকেও ভয় করোনি। সত্যি তুমি ভিলেন?
-প্রেসকে মিছে বলতে তিনি শিখিয়ে দিয়েছিলেন।


কে সেই তিনি। বলো পুলিশ, নামটা শোনাও তার।
-বলা বারণ। ডাকনাম তাঁর, মহিলা হিটলার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন