এই যে দেখছ বধ্যভূমি, এবং সে'টার পাশেই ভাগাড়…
ঘাবড়িও না, সমস্তটাই বিরাট একটা পরীক্ষাগার।
এই যে কোথাও এনকাউন্টার, অন্য কোথাও জ্বলছে চিতা।
উদ্বাহু কেউ হাসছে... কাঁদছে। সমর্থন আর বিরোধিতা।
নিয়ম এবং কানুনগুলো ভুল বোঝানোর দুই মুখো সাপ।
কোন দিকে যে বাড়ায় ফণা, কখন শাস্তি, কখন যে মাপ!
সাক্ষী লোপাট করতে পারলে যায় মুছে যায় সকল সাক্ষ্য।
বুঝতে বুঝতে বছর গড়ায়, বিচার যখন করঞ্জাক্ষ!
নিপুন নাট্যমঞ্চে তখন গড়িয়ে যাচ্ছে নতুন পালা।
কলরবেই সার্থক হয় তার্কিকদের কর্মশালা।
চালাক অভিনেত্রী লুকোয় 'কাস্টমার'এর সেই থিয়োরি।
প্রভাববিহীন ভাবতে থাকে... আজকে সকল দোষ কি ওরই?
এর ভেতরে বাঁচতে গেলে বাছতে হবেই একটা পক্ষ
দু চোখ বুজে কানামাছি যেমন খোঁজে নিখুঁত সখ্য।
বাক্য শানায়, যুক্তি বানায়, সব পক্ষই। অকাট্য তা।
ডেমোক্রেসির আনাচ ঘুরে উড়তে থাকে আইনি চোথা।
এবং খেলা শেষের পরে, সেই বোকাটা বুঝতে থাকে,
চালাক রাষ্ট্র খাচ্ছে মধু, সময় খাচ্ছে সময়টাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন