বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

যদি.... ~ রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়

যদি,
ইলিশ মাছের আমেজ পেতুম কল্মীশাকে,
তবে,
"জয় মা" ব'লে জাপ্টে নিয়ে রাম বাবাকে,
মাংস ছেড়ে পালিয়ে যেতুম হরিদ্বারে,
ফলার খেয়ে তৃপ্তি পেতুম গঙ্গা পারে।

যদি,
শিক-কাবাবের গন্ধ পেতুম কুমড়ো ভাতে,
তবে,
জৈন হ'য়ে কল্পসুতো বাগিয়ে হাতে
দিগম্বরের মূর্তি ধরে ডাইনে বামে
আস্থা চ্যানেল ভরিয়ে দিতুম যোগ ব্যায়ামে।

যদি,
চিংড়ি মাছের মস্তি পেতুম থানকুনিতে,
তবে,
নিমাই সেজে ঢোল বাজাতুম ডানকুনিতে,
চুল কামিয়ে দু'চোখ বুজে "কেষ্ট" ব'লে
বষ্টুমীকে বসিয়ে নিতুম দুষ্টু কোলে।

যদি,
মানকচুতে চিকেন কারির স্বাদটা পেতুম,
তবে,
আমিষ ছেড়ে ঘাস বিচালি চিবিয়ে খেতুম,
তরকারি আর ফল খেয়ে বেশ তৃপ্ত মুখে
কাটিয়ে দিতুম জীবনটাকে গুপ্ত সুখে।।
.

রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় ~ ১৭-০৮-২০১০

(সাড়ে পাঁচ বেলা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন