মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

সব লিখেছে ফেসবুকেতে ~ আশুতোষ ভট্টাচার্য্য

সব লিখেছে ফেসবুকেতে এই দুনিয়ায় বিজ্ঞ যত 
তৃতীয় বিশ্ব অর্থনীতি বুঝিয়ে দেবেন জলের মত;
কেমন করে চন্দ্রযানের পলতেটাতে আগুন দিলে
চাঁদের পিঠে নামবে সোজা মন্ত্রী নেতা সবাই মিলে!
কেমন করে স্কোয়ার কাটে ছক্কা মারে গুগলি বলে
কি সার দিলে শরৎকালে কুমড়ো গাছে পটল ফলে!
কেমন করে লস্যি বানায় ভূতের বাপের শ্রাদ্ধ করে
হলুদ ট্যাক্সি হাওড়া যাবে, যায়না কেন বিজয়গড়ে!
কেমন করে গন্ধ শোঁকে হোয়াটসএপের নানান গ্রুপে
বিজ্ঞাপনে মুখ ঢেকে যায় তরকা রুটি চিকেন স্যুপে;
ঘোড়ার ডিমের আসল নকল কি গুন আছে আয়ুর্বেদে
গভীর রাতে লাইভ হবেন গান শোনাবেন পোস্টে বেঁধে;
হাজার হাজার ফ্যান ফলোয়ার কমন পিপুল বিরাট নেতা
হিংসাতে কেউ জ্বলতে থাকে কেউ বলবে আদিখ্যেতা ;
ঢেঁড়স কেন উর্ধমুখী গাজর আলু মাটির নীচে
কেমন করে করত সুইং ডেনিশ লিলি ঘাসের পীচে?
নোটবন্দীর সুফল কুফল জিতবে কারা নির্বাচনে 
সুভাষ কবে ফিরবে ঘরে, খড়ম কেন সিংহাসনে!
কেউ বলেনা চাদিম রাতে হাসজারু কি বকচ্ছপে
আবোল তাবোল পড়তে থাক পেঁয়াজ মুড়ি আলুর চপে!
পাচ্ছিনাকো কোথায় লেখা জ্যোৎস্না কেন চমৎকার 
কেমন করে বাঁচাতে হবে করলে তাড়া পাগলা ষাড়।।
 
** ক্ষমা করবেন স্যার (সুকুমার রায়, ৩০ অক্টোবর ১৮৮৭ – ১০ সেপ্টেম্বর ১৯২৩)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন