এই ফুটবলারটিকে চিনতে পারছেন? ইনি হচ্ছেন সেই ছাগলের সেজমামা।
মনে পড়ছে না, তাইতো?
হযবরল স্মরণ করুন।
''...বলতেই ব্যাকরণ শিং ব্যা ব্যা করে ভয়ানক কেঁদে উঠল ।
আমি বললাম, 'আবার কি হল ?' ছাগল বলল, 'আমার সেজোমামার আধখানা কুমিরে খেয়েছিল, তাই বাকি আধখানা মরে গেল ।' আমি বললাম, 'গেল তো গেল, আপদ গেল । তুমি এখন চুপ কর।''
হে পাঠক, বাকি আধখানা মরে নাই, যুবভারতীর সামনে ফুটবল খেলিতেছিল।
দিদির কল্যাণে আজ পুনরায় দৃশ্যমান হইল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন