রবিবার, ১৪ জুলাই, ২০১৩

অন্ধ ... ~ শ্রদ্ধা মুখোপাধ্যায়

 সব মেঘেরাই বুঝেছিল মনে                              

কোথায় লুকিয়ে সেই খুনি,

কোন ভাঙ্গা রাতে এক হয়ে যায় 

দিল্লি এবং কামদুনি.


প্রতিবাদ কেন পার্কিং খোঁজে                             

জানে মনে মনে পাচ্ছিনা

ধানক্ষেতে মরা লাশটাও দেখে

সুবিচার জেগে আছে কিনা...

 

তবু তো মেঘেরা জলে ভেসে থাকে 

মল্লারে তার ডাক শুনি

শুধু ক্ষত নিয়ে একা বেঁচে থাকে 

দিল্লি এবং কামদুনি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন