খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, ছেলেমানুষ, দেখেই বোঝা যায়।
ও ভেবেছে দেশ চালাতে শুধু সাজবে সাদা কুর্তা পাজামায়!
আমরা যখন ঘোর বিপদে পড়ি ভূমিকম্প প্লাবন ঝঞ্ঝাতে
ও ভাবে বা লাগবে না তো কাজে, বিদেশ যায় অবসর কাটাতে।
সামনেতে ওর রাজনীতি বই খুলে যদি বলি 'খোকা, পড়া করো'
ইতালিয়ান ভাষায় সে ভুল বকে, তোমার খোকার পড়া কেমনতরো!
আমি যদি গেরুয়া কাপড় পরে আস্তে আস্তে আসি গুড়িগুড়ি
তোমার খোকা অমনি কেঁদে ওঠে, ও ভাবে বা এল মোদীর জুড়ি!
আমি যদি ভীষণ যন্ত্রণাতে, আন্দোলনে জানাই অভিযোগ,
তোমার খোকা খিলখিলিয়ে হাসে, পাগলামি কী বংশগত রোগ?
সবাই জানে ভোট হয় পাঁচ সালে, তবু যদি বলি 'আসছে ভোট'
তাড়াতাড়ি চারদিকেতে চায়, জয়া-মায়া পাকাতে চায় জোট।
তোমার খোকা চাঁদ ধরতে চায়, মনমোহিনী জুতোয় পা গলায়,
খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, ছেলেমানুষ, দেখেই বোঝা যায়।
ও ভেবেছে দেশ চালাতে শুধু সাজবে সাদা কুর্তা পাজামায়!
আমরা যখন ঘোর বিপদে পড়ি ভূমিকম্প প্লাবন ঝঞ্ঝাতে
ও ভাবে বা লাগবে না তো কাজে, বিদেশ যায় অবসর কাটাতে।
সামনেতে ওর রাজনীতি বই খুলে যদি বলি 'খোকা, পড়া করো'
ইতালিয়ান ভাষায় সে ভুল বকে, তোমার খোকার পড়া কেমনতরো!
আমি যদি গেরুয়া কাপড় পরে আস্তে আস্তে আসি গুড়িগুড়ি
তোমার খোকা অমনি কেঁদে ওঠে, ও ভাবে বা এল মোদীর জুড়ি!
আমি যদি ভীষণ যন্ত্রণাতে, আন্দোলনে জানাই অভিযোগ,
তোমার খোকা খিলখিলিয়ে হাসে, পাগলামি কী বংশগত রোগ?
সবাই জানে ভোট হয় পাঁচ সালে, তবু যদি বলি 'আসছে ভোট'
তাড়াতাড়ি চারদিকেতে চায়, জয়া-মায়া পাকাতে চায় জোট।
তোমার খোকা চাঁদ ধরতে চায়, মনমোহিনী জুতোয় পা গলায়,
খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, ছেলেমানুষ, দেখেই বোঝা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন