সবাই ঘুমাচ্ছে, তাই এই বেলা লিখে ফেলা যাক।
এই তো সময়, এর পরে বেশি দেরী হয়ে যাবে।
কে কখন দেখে ফেলে, মাছ আছে ঢাকা দিয়ে শাক,
গন্ধ বেরিয়ে গেলে সব প্রশ্ন গুরুত্ব হারাবে।
ঠিক আছে, লিখেই ফেলি, এর পরে ঘুম পেয়ে গেলে
দরকারী কথাগুলো যদি ফট করে ভুলে যাই!
লাখ কথার এক কথা, এসব বিকোয় না তো সেলে,
ভদ্রলোকের মত এক থাকে প্রাতে সন্ধ্যায়।
ঠাট্টা করছ বুঝি, ভাবছ এ বাগাড়ম্বড়
ধানাই পানাই করে মিথ্যে কাটিয়ে দেওয়া কাল
আসলে তা নয়, জানো, দেখেছো আসার আগে ঝড়
কেমন শান্ত থাকে বৃক্ষরাজি, পুস্প-পত্র-ডাল!
কথাটা বলেই ফেলি, রাত হয়ে আসছে নিঝুম।
শুনে রাখো, আমারো না পেয়ে গেছে কী দারুণ ঘুম!
২৭শে জুলাই, ২০১৩
এই তো সময়, এর পরে বেশি দেরী হয়ে যাবে।
কে কখন দেখে ফেলে, মাছ আছে ঢাকা দিয়ে শাক,
গন্ধ বেরিয়ে গেলে সব প্রশ্ন গুরুত্ব হারাবে।
ঠিক আছে, লিখেই ফেলি, এর পরে ঘুম পেয়ে গেলে
দরকারী কথাগুলো যদি ফট করে ভুলে যাই!
লাখ কথার এক কথা, এসব বিকোয় না তো সেলে,
ভদ্রলোকের মত এক থাকে প্রাতে সন্ধ্যায়।
ঠাট্টা করছ বুঝি, ভাবছ এ বাগাড়ম্বড়
ধানাই পানাই করে মিথ্যে কাটিয়ে দেওয়া কাল
আসলে তা নয়, জানো, দেখেছো আসার আগে ঝড়
কেমন শান্ত থাকে বৃক্ষরাজি, পুস্প-পত্র-ডাল!
কথাটা বলেই ফেলি, রাত হয়ে আসছে নিঝুম।
শুনে রাখো, আমারো না পেয়ে গেছে কী দারুণ ঘুম!
২৭শে জুলাই, ২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন