বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

​ঊর্দ্ধগগনে ~ অমিতাভ প্রামাণিক

পেঁয়াজের কেজি একশো ছাড়ালো, আলুও তথৈবচ –
কিস্যু করার নেই, শালা যেন জেলে বসে মরে পচো!
পনেরোই অগাস্ট ঘটা করে সব মানাচ্ছি স্বাধীনতা,
তবুও দুহাত শিকলেই বাঁধা, এটা কী রকম কথা!
প্রতিবার নাকি রেকর্ড ফলন, অথচ বাজারে দ্যাখো
মিনিমাল দুটো সবজি কিনতে খালি হয়ে যাবে ট্যাঁক ও!
নেতাগুলো খালি বুলি কপচায় ঠান্ডা মিনারে বসে;
ভাবখানা, যেন পাকে পড়ে গেছি মিথ্যে কপালদোষে।
আগের নেতারা ভুল করেছিল, এসব তাদেরই দান,
দুদিনেই নাকি কমে যাবে এই গ্রোয়িং ইনফ্লেশান।
এইখান দিয়ে এই থিওরিতে কমবে স্ট্যাটিসটিক্স
ঐখান দিয়ে ভাতা গুঁজে দেব, বুঝলে তো ভায়া ট্রিক্স?
হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, গরীব না পায় ভাত –
বীর্যপাতের কন্ট্রোল নেই, ঠেকাবে বজ্রপাত!
ওরে সুমুন্দি, কর কিছু, এই আছোলা বাম্বু আর
সহ্য হয়না, ঘাড় ধাক্কালে দেখবি যমদুয়ার।

জ্ঞান দিয়ে যায় অপরকে, নিজে নিয়ত বেশ্যাধীন –
এই ন্যাতাদের ঝ্যাঁটা মেরে চল করিগে দেশ স্বাধীন।

৩১শে অক্টোবর, ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন