১
কুশপুতুলেরা পোড়ে,
আগুনের চেহারাটি রাগী
বাইরে সে কাপালিক, অন্তরে দারুণ বিবাগী।
তাকে যারা জ্বালিয়েছে তৈরি আছে তাদেরও পুতুল
অভিজ্ঞতা বলে দেয় কারা ঠিক কতখানি দাগী!ম
জ্বলে ওঠা শিখে গেলে,
আগুন করে না কোনও ভুল
২
আমাদের বুদ্ধিশুদ্ধি কম
পান্তাভাত খেতে গিয়ে ফুঁ দিয়েছি…ভেবেছি গরম।
কল্পনায় তা'তে ঢালি ঘি ও।
আমাদের পোড়া পেটে … স্বপ্ন এসেছে হেঁটে
এসেছেই যদি, বসতে দিও।
ক্ষেতে মাঠে ঘোরে হাহাকার
ডিজেল …সারের দাম বেড়ে বেড়ে কর্মটি সাবাড়।
কখন চলবে শ্যালো, বুলবুলি কবে খাবে ধান
সেই তথ্য জানে সংবিধান
আমরা জেনেছি শুধু
এই বেঁচে থাকা বড় প্রিয়।
৩
ভিজিটিং আওয়ার্সের নির্ধারিত কালে
শুশ্রূষার হাত রাখি সময়ের আতপ্ত কপালে
সে এখন শুয়ে
ভেন্টিলেটর চলছে হিমমাখা ছায়া আইসিসিউএ
জ্বরঘোরে ম্লান হাসে, ঠোঁটে নড়ে বিষণ্ণ প্রলাপ
এখনও দু'গালে লেগে
ভুলে যাওয়া আদরের আবছা জলছাপ
কত গান গাওয়া হয়নি
আজও কত স্বপ্ন দেখা বাকি
টিপটিপ জ্বলে নেভে চেতনার গোপন জোনাকি
আমাদের সময়ের অসুখ করেছে
কুশপুতুলেরা পোড়ে,
আগুনের চেহারাটি রাগী
বাইরে সে কাপালিক, অন্তরে দারুণ বিবাগী।
তাকে যারা জ্বালিয়েছে তৈরি আছে তাদেরও পুতুল
অভিজ্ঞতা বলে দেয় কারা ঠিক কতখানি দাগী!ম
জ্বলে ওঠা শিখে গেলে,
আগুন করে না কোনও ভুল
২
আমাদের বুদ্ধিশুদ্ধি কম
পান্তাভাত খেতে গিয়ে ফুঁ দিয়েছি…ভেবেছি গরম।
কল্পনায় তা'তে ঢালি ঘি ও।
আমাদের পোড়া পেটে … স্বপ্ন এসেছে হেঁটে
এসেছেই যদি, বসতে দিও।
ক্ষেতে মাঠে ঘোরে হাহাকার
ডিজেল …সারের দাম বেড়ে বেড়ে কর্মটি সাবাড়।
কখন চলবে শ্যালো, বুলবুলি কবে খাবে ধান
সেই তথ্য জানে সংবিধান
আমরা জেনেছি শুধু
এই বেঁচে থাকা বড় প্রিয়।
৩
ভিজিটিং আওয়ার্সের নির্ধারিত কালে
শুশ্রূষার হাত রাখি সময়ের আতপ্ত কপালে
সে এখন শুয়ে
ভেন্টিলেটর চলছে হিমমাখা ছায়া আইসিসিউএ
জ্বরঘোরে ম্লান হাসে, ঠোঁটে নড়ে বিষণ্ণ প্রলাপ
এখনও দু'গালে লেগে
ভুলে যাওয়া আদরের আবছা জলছাপ
কত গান গাওয়া হয়নি
আজও কত স্বপ্ন দেখা বাকি
টিপটিপ জ্বলে নেভে চেতনার গোপন জোনাকি
আমাদের সময়ের অসুখ করেছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন