অমৃত আর বিষের যুদ্ধে রোজ
বিষ জিতে যায় কাঁটার মুকুট পরে
দমকা হাওয়ার দাপট হাতে নিয়ে
চোখের পাতায় লজ্জা নিশান ওড়ে
দুপুর রোদে অমৃত তাই একা
ছাদের কোনে বয়ামে মুখ ঢাকে
জোর তামাসায় রোজ হেরে যায় তবু
কাল জিতবই... এই আশাতে থাকে
বিষ জিতে যায় কাঁটার মুকুট পরে
দমকা হাওয়ার দাপট হাতে নিয়ে
চোখের পাতায় লজ্জা নিশান ওড়ে
দুপুর রোদে অমৃত তাই একা
ছাদের কোনে বয়ামে মুখ ঢাকে
জোর তামাসায় রোজ হেরে যায় তবু
কাল জিতবই... এই আশাতে থাকে
Bah....boddo bhalo likhechhen to... khub bhalo laglo.
উত্তরমুছুনthanku u .. thank u :)
মুছুন