বাংলাদেশের প্রজন্ম চত্বরে
মৌলবাদের তুমুল বাঁধন ছিঁড়ে
বেঁচে থাকার আগুননদীর তীরে
স্বপ্নদেখা লক্ষ চোখের ভিড়ে
তোমার আমার ভালোবাসারা ওড়ে ...
আমরা আছি, শাহবাগেই আছি
দৃপ্ত স্লোগান গানের সুরে সুরে
ইন্টারনেট ব্লগ-এর পাতা জুড়ে
বাংলাদেশের নিকট এবং দূরে
রাজীব হয়ে ... আগুন হয়ে বাঁচি
মৌলবাদের তুমুল বাঁধন ছিঁড়ে
বেঁচে থাকার আগুননদীর তীরে
স্বপ্নদেখা লক্ষ চোখের ভিড়ে
তোমার আমার ভালোবাসারা ওড়ে ...
আমরা আছি, শাহবাগেই আছি
দৃপ্ত স্লোগান গানের সুরে সুরে
ইন্টারনেট ব্লগ-এর পাতা জুড়ে
বাংলাদেশের নিকট এবং দূরে
রাজীব হয়ে ... আগুন হয়ে বাঁচি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন