ভাবতে যখন চাইছি তোমায়
এক মন জল টলোমলো,
চোখের চিলতে উঠোনকোনে
আমার আকাশ একলা হোলো।
একলা তখন আমার শহর
রাজপথ আর অন্ধগলি,
পাতায় পাতায় বিষণ্ণতা
খাতাতে নাম লেখা তোরই।
বুকের ওমে শিশির পড়ে
চেনা স্টেশন ভিজে যাওয়া,
একই খাতায় ছন্দ মেলাস্?
পর্দা সরায় দমকা হাওয়া।
এক এক সময় অনেক কথা
কথারও বয়স বাড়ে আবার,
চোখের পাতায় আকাশ নামে
সজল তখন উঠোন আমার।
কি রঙ ছড়ায় জানি না ঠিক
হয়তো হলুদ লালচে সবুজ,
ভিতর ভিতর আমার আকাশ
বুঝেও তবু ভীষণ অবুঝ।
বুকের মধ্যে সাদা কালো
কান্নাগুলো জিইয়ে রাখা,
প্রতিদিনই আমার আকাশ
ভীষণ একা ভীষণ একা।
এক মন জল টলোমলো,
চোখের চিলতে উঠোনকোনে
আমার আকাশ একলা হোলো।
একলা তখন আমার শহর
রাজপথ আর অন্ধগলি,
পাতায় পাতায় বিষণ্ণতা
খাতাতে নাম লেখা তোরই।
বুকের ওমে শিশির পড়ে
চেনা স্টেশন ভিজে যাওয়া,
একই খাতায় ছন্দ মেলাস্?
পর্দা সরায় দমকা হাওয়া।
এক এক সময় অনেক কথা
কথারও বয়স বাড়ে আবার,
চোখের পাতায় আকাশ নামে
সজল তখন উঠোন আমার।
কি রঙ ছড়ায় জানি না ঠিক
হয়তো হলুদ লালচে সবুজ,
ভিতর ভিতর আমার আকাশ
বুঝেও তবু ভীষণ অবুঝ।
বুকের মধ্যে সাদা কালো
কান্নাগুলো জিইয়ে রাখা,
প্রতিদিনই আমার আকাশ
ভীষণ একা ভীষণ একা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন