আমার কাছে পরিষ্কার আমার কী কী চাই
প্রথমত আগুন
দ্বিতীয়ত ছাই,
আমার কাছে পরিষ্কার আমার কী কী আছে
আছে কিছু অগ্নি-বলয়
ছাইচাপা তোর কাছে ,
আমার কাছে পরিষ্কার আসলে কী হয়
উদ্ধত সব চাউনিগুলোর আড়ালে এক ভয় ,
আমার কাছে পরিষ্কার এবার কী কী হবে
লক্ষ খালি পায়ের দাপে
আগল ভেঙ্গে যাবে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন