শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১১

ছায়া ~ অঙ্কিতা ঘোষ

ছায়াদের ঘিরে থাকা বৃত্তে
আরো ছায়াঘন হয়ে ওঠে স্মৃতি ।
বিস্মৃত কাজ, যত অসময়
কথকতা, কত কথা না বলা,
শৈশব ছেঁকে আনা বিষ্ময় 
চুরি করে চেনা যত খেলাঘর ।
সন্ধির উল্টো কি যুদ্ধ? 
খঁুজে পেয়ে জানিয়েছে উত্তর?
ছায়া আর ছবিদের দ্বন্দ্বে 
যাদুছোঁয়া হারিয়েছে ল্যুমিয়ের ।


ছায়াদের ঘিরে থাকা বৃত্তে
আরো ছায়াঘন হয়ে ওঠে,
স্মৃতি।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন