কেন্দু পাতায় স্বপ্ন বাসা বঁাধে
শাল-মহুয়ার ঘেরাটোপে ওরা হাঁটে
খালি পায়েই, কালো শরীর ঝঁুকিয়ে, পিঠ বাঁচিয়ে চলা
রাষ্ট্রযন্ত্র বেয়োনেট হয়ে চেপে ধরে রোজ গলা
পায়ে পায়ে চলা সরু পথে মেশে শেষ বিকেলের রোদ
আমার ভাইএর লড়াই, পেটে আজন্ম খিদে-বোধ
সবুজ এ লাল মাখামাখি আর চোয়াল ওড়ানো খুলি
রাষ্ট্রযন্ত্র বেয়োনেট তোলে, ঝাঁকে ঝাঁকে ওরে গুলি। ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন