শব্দের একটা নিজস্ব ছেলেমানুষি আছে।
এই তাকে তুমি বসিয়ে গেলে কোথাও,
শাসিয়ে গেলে, 'নড়বে না একদম'।
কাজের শেষে দেখবে ফিরে এসে
চুপটি করে সেখানেই সে আছে।
অথচ সে জায়গায় আর তাকে
কোনমতেই মানাচ্ছে না যেন,
তখন তোমায় আবার তাকে তুলে
অন্য কোথাও রাখতেই হয় দেখো।
শব্দের একটা আশ্চর্য সাহসিকতা আছে।
নিজের চারিপাশের সমাজকে
জাদুবলে বদলে ফেলে যেন।
তখন তোমার উপায় তো নেই আর,
তোমারি বেছে নেওয়া শব্দের
তখন তুমি বাধ্য ক্রীতদাস।
এই তাকে তুমি বসিয়ে গেলে কোথাও,
শাসিয়ে গেলে, 'নড়বে না একদম'।
কাজের শেষে দেখবে ফিরে এসে
চুপটি করে সেখানেই সে আছে।
অথচ সে জায়গায় আর তাকে
কোনমতেই মানাচ্ছে না যেন,
তখন তোমায় আবার তাকে তুলে
অন্য কোথাও রাখতেই হয় দেখো।
শব্দের একটা আশ্চর্য সাহসিকতা আছে।
নিজের চারিপাশের সমাজকে
জাদুবলে বদলে ফেলে যেন।
তখন তোমার উপায় তো নেই আর,
তোমারি বেছে নেওয়া শব্দের
তখন তুমি বাধ্য ক্রীতদাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন