শনিবার, ১৬ মার্চ, ২০১৯

অনশন চলছে ~ হাবিব বাপি

আগে পড়াশোনা করে পরীক্ষায় পাশ করলে চাকরি হত। এখন পড়াশুনা করতে হয়। ফর্ম ফিলাপ এর জন্য আন্দোলন করতে হয়। রিটেন একজ্যাম দেওয়ার জন্য আন্দলন করতে হয়।  রেজাল্ট বের করার জন্য, ইন্টারভিউ নেওয়ার জন্য, মেরিট লিস্ট পাব্লিশ করার জন্য কেস অথবা আন্দোলন করতে হয়।  কাউন্সেলিং এবং জযেনিং এর জন্য আবার আন্দোলন করতে হয়। 

৫-৬ বছরের একটা প্রসেস।  যার মধ্যে পড়াশুনো ৬ মাস আর বাকি সাড়ে ৫ বছর আন্দোলন, কেস এবং অনশন করতে হয়।  

অনশন এখনো  চলছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন