নবাব সাহেবকে ডাকা হয়েছে বাঘ মারতে। মানুষ খুব রেগে গেছে। এদেশে, বিদেশে সই সাবুদের হিড়িক উঠেছে, আবার তা সময়ের নিয়মে কমেও গেছে। ফেসবুকেরর দৌলতে এক শ্রেণীর মরসুমি সংরক্ষণ-পন্থী তৈরি হয়েছে, যাদের সময় সময় দাবী পায়। আবার দাবী জানানোর সাথে সাথে সেই দাবীর চাপ কমতে কমতে দাবী বন্ধ হয়ে যায়। তারপর নতুন দিন, নতুন দাবী পাওয়া। আগের দিনের দাবী ফ্ল্যাশের জলে ধুয়ে সারা। এই যেমন বছর তিনেক হবে, জোর দাবী পেল উস্তাদ (T-24) নিয়ে। হ্যাশ ট্যাগ আন্দোলন, #Free_Ustad, #Boycott_Ranthambore ইত্যাদি। উস্তাদ আজও উদয়পুরের খাঁচায় আর রণথম্ভোরের দুর্গের সামনে পুরনো দাবী ধুয়ে জনগণ ক্যামেরা হাতে আগের মতই। নবাব সাহেব নিয়েও একই রকম হতে চলেছে বিষয়টা। এখনই দাবীর বেগ কমতে শুরু করেছে, তাই এই বেলা কিছু কথা বলে রাখি, কদিন পরে আর এই কথা গুলর relevance থাকবেনা।
কে এই নবাব সাহেব, আর মানুষ তার উপর রেগেই বা গেল কেন? মহারাষ্ট্রে এক বাঘ মানুষ মারছে। দুবছরে ১৩ জন মানুষকে মেরে খেয়েছে এই জংলী বাঘ (T-11)। কি আর করা যাবে? জঙ্গল কেটে বাঘের ঘড়ে মানুষ ঢুকছে, বাঘে-মানুষে টানাটানি তো হবেই। টানাটানির জোর ইদানীং যা বেড়েছে, দড়ি ছিঁড়ে যাওয়ার যোগার। তাই অবিলম্বে বাঘ ও মানুষকে দুরে সরাতে হবে। Football মাঠে ঝগড়া বাধলে যেমন refereeরা করে। মহারাষ্ট্রের PCCF লোক ডাকলেন। মধ্যপ্রদেশ থেকে পশু চিকিৎসকরা এলেন, আর এলেন নবাব সাহেব। নবাব সাফাত আলী খান, বাড়ি হায়দ্রাবাদ, একজন পেশাদার শিকারি। বছর দুই আগে বিহারে তিন দিনে ২৫০ নীলগাই খুন করা কীর্তিমানদের একজন এই নবাব। তার কীর্তি তাতেই সীমিত নয়। বেআইনি অস্ত্রের কারবারে ধরা পরেছিলেন নব্বইয়ের দশকের গোঁড়ায়। ২০০৫ এ আবার ধরা পরেন বেআইনি shooting expedition এর দায়ে। অস্ত্র ও বণ্যপ্রাণের বেআইনি ব্যবসার নবাবের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর private property তে high profile client দের trophy hunting এর সুযোগ করে দেন। দুবছর আগে হিমাচল প্রদেশে এক মানুষখেকো বাঘ শিকারে নিযুক্ত হয়ে দুটো নিরপরাধ চিতাবাঘ মেরে নিজের trophy cabinate সমৃদ্ধ করেছেন এই নবাব। বার বার ওঠা অভিযোগের মধ্যে আছে নবাবের কুখ্যাত trophy hunter হওয়ারই ইঙ্গিত। এহেন কুখ্যাত শিকারিকে তবু বার বার ডেকে আনে আমাদের রাষ্ট্র ও তার ব্যবস্থা, কখনও আমলাতন্ত্র আবার কখনও বিহারের JD(U) বিধায়ক। আমরা প্রতিবাদ করি দুদিন, আবার সব ভুলে যাই।
ছবি সংগৃহীত...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন