শনিবার, ৬ এপ্রিল, ২০১৩

আমি তোমার, তুমি আমার ~ সুকন্যা ধর

তুমি আমার উদাস কানাই বেন্দাবনের ঘাটে,
তুমি আমার টাটকা ইলিশ উদয়পুরের হাটে।
তুমি আমার গরম কালের ঈষদুষ্ণ ঘাম,
তুমি আমার কচি প্রেমিক যদিও বুড়ো ভাম।

তুমি আমার ঠান্ডা মালাই কচি বেলের পানা,
তুমি আমার রাম মোদোকের পুষ্টিদায়ক ছানা।
তুমি আমার ঘুমের ঘোরে ঘুরুরঘুরুর নাক,
তুমি আমার ঘাড় ভর্তি ঘামাচিদের জাঁক।

বেশ তো তবে আমি তোমার শিঙ্গাড়া চমচম,
লস্যি কিম্বা ঘোড়ার গাড়ি শিউড়ি বা দমদম.
আমি তোমার হাল্কা টাকে গজিয়ে ওঠা চুল,
আমি তোমার নিষিদ্ধ ফল হাসিনা বুলবুল।

আমি তোমার মাস পয়লায় ইলিশ কিনে আনা,
আমি তোমার মাসের শেষের ছোট্টো চারাপোনা।
আমি তোমার মনের মাঝে বুজকুড়ি ভরপুর,
আমি তোমার ইষ্টি কুটুম ফুর্তিতে ফুরফুর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন