শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৩

তুচ্ছ ঘটনা ~ সম্বুদ্ধ আচার্য

এইসব তুচ্ছ ঘটনা,
এসব তো শিল্প বা কলার মত না |
এইখানে রবিদাদু বাজে না মায়িকে-
কেউ কেউ মরে গেলে আসলে দায়ী কে-
সেসব করেন ঠিক রাজা নয় রানী,
আমরা তো ঘরে বসে এইসব ই জানি.
প্রতিবাদী যারা তারা শুধু জানে মাও-
তিরিশের ঋণে ডুবে গড়াগড়ি খাও.
অথবা সাজিয়ে নিও ধর্ষণ কিছু-
রেপের প্রসাদী টাকা পাবে মাথাপিছু |
কিম্বা কার্টুন এঁকো দেওয়াল লিখনে-
উপহার কারাগার এই শুভক্ষণে.
মোদ্দা কথাটা হলো পাপেটিয় খেলা,
তোমার কোমর ধরে নাচানোর পালা.
কোমর তোমার যদি তালে নাই নাচে,
ভাবো তো কেমন করে প্রশাসন বাঁচে?
সহমর্মিতা বোঝো, ভাবের দ্যোতনা,
তাই সব ই তুচ্ছ ঘটনা |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন