সোমবার, ২৭ জুলাই, ২০০৯

এক সৌভাগ্যবান মোসাহেব কাহিনী ~ জ্যোতির্ময়



কলকাতা তে কিছু নতুন স্তাবক কুল দেখা গেছে।
কলকাতার ইতিহাসে বাবুদের সঙ্গে মোসাহেব থাকতো আমরা পড়েছি
তারা বাবুদের তোশামদ করে জীবন কাটাতো, বাবুর ছড়ানো উচ্ছিষ্ট খেয়ে।
কিন্তু বিবি'র মোসাহেব এর কথা কলকাতা তে নতুন।
ইনিয়ে বিনিয়ে কথা বলে অন্য কে দলদাস বলে তারা বিবি কে প্রসন্ন করেছেন।
আর তাই বিবি এখন ক্ষমতায় এসে তাদের উচ্ছিষ্ট বন্টন করছেন,

আসুন দেখি সেই সব বিবির উচ্ছিষ্ট খাওয়া মোসাহেবদের কাহিনী



ভাবছেন তো , বিবি তার তোশামদকারী কে উচ্ছিষ্ট ছড়ালো তো
তোমাদের কি

জণগণের পয়সা তো , ওর মধ্যে আমাদের সবার ট্যাক্সো আছে যে
আর তার চেয়ে বড় কথা কাদের ভাতে মেরে স্তাবক গুলো কে মাখন
সেটাও দেখুন, হ্যাঁ সব কাগজ সব খবর ছাপে না

কেউ মোসাহাবের খবর ছাপে আর কেউ ছাপে ঠিকা শ্রমিকের
কারুর কারুর গণশক্তি নামে আবার লঙ্কাবাটা জ্বলে, তাও বলছি পড়ে দেখুন

কারা কাজ করে পয়সা পায়না ,
আর কারা তোষামদ করে মাখন খাবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন