লকডাউনের আপন দেশে
আইন কানুন সর্বনেশে।
কেউ যদি যায় রোজ বাজারে,
প্যায়দা এসে পাকড়ে ধরে।
অনলাইনে হয় বিচার,
কোরেন্টাইন দণ্ড তার!
সেথায় সন্ধ্যে ছ'টার আগে
হাঁচতে সার্টিফিকিট লাগে।
হাঁচলে পরে বিন কাগজে,
'কোভিড পেশেন্ট' লোকে বোঝে।
কোটাল তোলে পাকড়ে ভ্যানে,
দেয় পাঠিয়ে কোরেন্ট্যানে!
কারুর যদি দাঁতটি নড়ে,
'মুখোশ পরো!' আদেশ করে।
কারুর যদি গোঁফ গজায়,
সাবান দিয়ে হাত ধোয়ায়।
খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড়,
কোরেন্টাইন যায় আবার!!
চলতে গিয়ে কেউ যদি চায়
এদিক ওদিক ডাইনে বাঁয়,
রাজার কাছে খবর ছোটে,
পল্টনেরা লাফিয়ে ওঠে।
দুপুর রোদে ঘামিয়ে তায়
কোরেন্টিনে ফের পাঠায়।
যে সব লোকে খবর লেখে
তাদের ধরে খাঁচায় রেখে
কানের কাছে নানান সুরে
শেখায়, "বালির স্তুপ সে গুড়ে!"
সামনে রেখে মুদীর রেশন,
বানান শেখায় "আইসোলেসন"!
হঠাৎ সেথায় রাত দুপুরে
নাক ডাকালে ঘুমের ঘোরে
অমনি তেড়ে মাথায় ঘষে
রসুন গুলে লেবুর রসে।
পিপিই নেই, রাত পোশাকে
কোরেন্টিনে ভর্তি রাখে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন