মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

নিউজ ফ্ল্যাশ ~ অরুণাচল দত্তচৌধুরী

এ' কেমন কথা? দাবী মেনে নিল, লোক মরল না মোটে।
ছক বুঝে গেছি। কিছুই মানেনি। এ'সব কেবল ভোটে
ফায়দা লোটার কায়দায় ভরা লালপতাকার কিসসা।
ভাইবেরাদর রাজনীতি এসে ঠিকই বুঝে নেবে হিস্যা।

লাশ না মিললে আন্দোলন কী? তা' নেহাত ফাঁকিবাজি।
চাষাভুষো কিছু মরলে তবে তো বিপ্লব হবে আজই।
গরীব কৃষক নয় মোটে ওরা, ঋণ না শোধার ধান্দা।
নীরব মোদির মাসতুতো ভাই, বিকট নাছোড়বান্দা। 

ট্যাক্সো না দিয়ে একশ' দিনের ভিক্ষে কুড়োনো পাজি
ঋণ খেলাপের বাচ্চা… নিজেকে খুন করতেও রাজি।
ধার না মিটিয়ে কাটছে মহান অর্থনীতির গলা
নাটক সাজিয়ে ওদের খাবার দিচ্ছে ডাব্বাঅলা।

আসলে ও'দের একর একর আছে বেহিসেবি জমি।
সে' সব গল্পে মশগুল থাকে ব্যাঙ্গমা ব্যাঙ্গমি।
ওরা কালা ধন, ওদের বদন সদা ডুবে থাকে পাপে।
ওরা না থাকলে এ'দেশ উঠত উন্নয়নের ধাপে।

পায়ে হেঁটে আসা খুব সোজা যদি ট্রেনে বাড়ি ফেরা হয়
পায়ের চামড়া ছিন্নভিন্ন! হুঁ হুঁ সে'টা অভিনয়।
মরার বেলায় অষ্টরম্ভা, ফ্লপ শো মাতানো ঘোড়া
ফালতু না হেঁটে, ফেসবুকে দাবী জানাতে পারত ওরা।

মন্ত্রীও সেই দাবী মেনে নিত টুইটারে সুমধুর।
কেন শুধু শুধু মিডিয়া মাতিয়ে হাঁটাহাঁটি এতদূর?
গোপন তথ্য সব জানা আছে কর্পোরেটের বোদ্ধার,
ছদ্মবেশের আড়ালে হেঁটেছে তিরিশ হাজার জোতদার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন