গত চব্বিশ ঘন্টা আমার গত কুড়ি বছরেরও বেশি সময়ের লেখালিখির অভিজ্ঞতাকে ম্লান করে দিয়েছে | আমি ভাবলে অবাক হই , এই অর্থহীন লেখালিখি কার জন্য ? লিখে কি হয় ?
আমি সেই ব্যক্তি ,সেই সাধারণের একজন , জনারণ্যে মিশে থাকা হাস্যকর শান্তিপ্রিয় সেই , যে যাবতীয় বাহ্যিক সামাজিক উত্তেজনা থেকে নিজেকে এক পাশে সরিয়ে রেখে ,এক কাল্পনিক ভারতবর্ষ ও বর্তমানের পশ্চিমবঙ্গে বাস করে , ভাবে , শান্তিপ্রিয় এক মানবিক স্বর্গরাজ্যে আছি | এই চূড়ান্ত মূর্খের স্বর্গে বাস করতে করতে , কখনো মনে হয় নি , অশনি সংকেতের বারুদ যে কোনো সময় আমার পায়ের নিচে নিরাপত্তাহীনতার মাটিকে টলিয়ে দিতে পারে এক মুহূর্ত্বে....|
আমি রানিগঞ্জের স্টেশনের কাছাকাছি একটি উচ্চমাধ্যমিক স্কুলে পড়াই | আমি জানতাম , রঘুপতি রাঘব ,একজন ব্রহ্মজ্ঞানী ছিলেন | আমি জানি না , বাল্মীকির রামায়ণে কোথায় রাজা রাম , অস্ত্র পুজোর কথা বলেছেন ? বাঙালি রাম কে ভালোবেসেছে কৃত্তিবাস ওঝার চোখ দিয়ে , বাঙালির মতো করে | সে কখন যেন রামায়ণ পাঁচালির মধ্যে দিয়ে ,রাম ,হনুমানকে দেখেছে নিজের পরিবারের একজন প্রিয় মুখ হিসেবে | সে রাম কে নিয়ে দ্বিধা বিভক্ত হয়েছেন , আধুনিক মধুসূদনের চোখ দিয়ে ,সে মেঘনাদ বধ কাব্য পড়তে পড়তে জোর তর্ক জুড়েছে | সে ,অসম্মান করে নি , রাবন ও মেঘনাদকে | তার মান্যতার ছিল স্বাধীনতা , তার সংস্কৃতি তাকে বাঙালি - হিন্ধু করে নি শুধু , তাকে করেছে বিশ্ব মানবিক | পরমত সহিষ্ণু , উদার | কিন্তু সব হিসেবে গুলিয়ে যাচ্ছে , বর্তমান পশ্চিমবঙ্গের কতিপয় রাজনৈতিক ব্যাক্ত্বিত্বের উস্কানি মূলক ইন্ধন জোগানোর পরিকল্পিত কার্যকলাপে |
কাল যখন স্কুল থেকে বেরোলাম ,একটু আগে , কারণ আজ থেকে উচ্চমাধ্যমিক শুরু ,তাই |, ততক্ষন মিডিয়া জানিয়ে দিয়েছে আপনাদের অনেক কিছু | কিন্তু ট্রেন ধরার জন্য স্টেশনে আসার আগে দেখলাম ,উন্মুক্ত তরোয়াল ,কৃপাণ , লাঠি ,নানারকম অস্ত্র হাতে ,স্টেশন সংলগ্ন এলাকায় ছুটে আসছে একদল উন্মত্ত যুবক |, চোখের সামনেই দেখলাম , হাতের বোমা কি ভাবে ইঁটের টুকরোর মতো আঘাত করতে পারে বন্ধ দোকানের দরজায় | দাউ দাউ করে দোকানের পর দোকানে আগুন লাগানো হচ্ছে | বহু দোকানে চলছে অবাধ লুট | আমাদের জোর করে স্টেশন এ ঢুকিয়ে প্রচুর পুলিশ ও কম্ব্যাক্ট ফোর্স পাহারা দিচ্ছে | মাঝে মাঝেই রে রে করে তেড়ে আসছে ,স্টেশন এ ঢুকতে চাইছে , একদল উন্মত্ত , জয় শ্রী রাম বলা মানুষ ,....আর পুলিশ বাঁধা দিয়ে যাচ্ছে | চারদিকে পোড়া বারুদের গন্ধ | টায়ার জ্বলে যাচ্ছে দাউ দাউ |
আজ ,আবার যখন উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে যাচ্ছি , হিল বস্তির কাছাকাছি , একটি মেয়েদের উচ্চ মাধ্যমিক স্কুলে , একশো চুয়াল্লিশ ধারা চলছে , তবুও তার মধ্যে লাঠিসোঠা নিয়ে পথ আটকালো একদল | আমাদের গাড়িকে ঘিরে জিজ্ঞেস করলো ,আমরা হিন্দু না মুসলিম | হঠাৎ ,কাকতলীয় ভাবে , একজন ওই ভিড়ের মধ্যে চিনতে পেরে বললো , মাস্টার লোগ... ছোর দো ....
স্কুলে ,ক্লাসে পৌঁছে দেখছি , টেনশন এ , ছাত্রীরা আকুল ভাবে কেঁদে যাচ্ছে ভয়ে | তাদের থামানো যাচ্ছে না | তাদের একটাই প্রশ্ন , তাদের বাবা মা দাদা ,যারা তাদের নিয়ে এসেছেন , তারা নিরাপদে আছেন কি না ? অনেক বুঝিয়ে তাদের থামানো হলো | পরীক্ষার শেষে আকুল অভিভাবকদের চোখ মুখে উৎকণ্ঠিত , গাঢ় আতঙ্কের ছাপ | কালকেই উচ্চপদস্থ একজন পুলিশ আধিকারিকের হাত ছিন্নভিন্ন হয়েছে বোমের আঘাতে | নিহত হয়েছে , রক্ত ঝরেছে মানুষের ,প্রচুর | আর আজ স্কুল জুড়ে পুলিশে পুলিশে ছয়লাপ | কম্ব্যাক্ট ফোর্স ভর্তি |, মনে হচ্ছে ,এ কি আমার চেনা রানীগঞ্জ না কাশ্মীর ?..
গোটাশহর জুড়ে অলিখিত বন্ধ | পুড়ে যাওয়া অজস্র দোকান , বন্ধ গৃহস্তের জানলা দরজা | মানুষের মুখে একরাশ আতঙ্কের ছাপ | যেন একদিনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা বয়স বাড়িয়ে দিয়েছে অনেক | চেনা শহর , চেনা মানুষ ,চেনা মুখগুলো বড্ড অচেনা যে ....
একসুদূর প্রসারী চক্রান্ত শুরু হয়েছে গোটা বাংলা জুড়ে | অশুভ বুদ্ধির কেউ কেউ কী চাইছে , বাঙালি সংস্কৃতির ওপর , বাঙালি হিন্দুদের ওপর অন্য বলয়ের হিন্দুদের দিয়ে আগ্রাসী মেরুকরণের দাঙ্গা বা ধর্মীয় কোনো দাঙ্গা ? রামমন্দির বাবরি মসজিদ , গোধরা কাণ্ডের ক্ষত আমরাও বয়ে বেড়াচ্ছি প্রচন্ড ভাবে আজো |যদি কেউ ভাবেন ,যার হচ্ছে হোক ,আমি তো ঠিক ই আছি |, ভুল ভাবছেন | পাশের বাড়িতে আগুন লাগলে ,আপনার বাড়িটিও কিন্তু নিরাপদ নয় |
কোনো, অনুষ্ঠান উৎসব নয় | প্রায় সাত দশক দেশ স্বাধীন , অথচ ,এই দেশের সমস্ত মানুষ আজো ন্যূনতম খাবার ,পোশাক ,বাসস্থান শিক্ষা পায় না | হাজার প্রকল্পের ভিড়ে , ক্ষুধার্থ মানুষ প্রচন্ড কাঁদছে | রাজনৈতিক উদ্দেশ্য এই সমস্যার গোড়ায় গিয়ে সমাধান না করা | এই সমস্যা জিইয়ে রাখা , তাতেই ভোট কেন্দ্রিক রাজনীতির ফায়দা |
আসুন, আজ আমরা যাবতীয় ধর্মের উর্ধে উঠে ,হাতে হাত রাখি | সমস্ত মানুষকে নিয়ে আসি একটা ভালোবাসার দৃঢ ছাতার নিচে |, যে যেখানেই থাকি , শহর গ্রাম মফস্বল প্রত্যন্ত এলাকায় পাড়ায় চলুন ,যে যেরকম ভাবে পারি , ভালোবেসে মানুষের হাতে হাত রাখি |
আজ থেকে পাঁচশো বছর আগে , সব চেয়ে বড়ো মানবিক রাজনীতি বা বিপ্লব করেছিলেন , ভালোবাসার অস্ত্র দিয়ে দুকূল প্লাবিত করে , যবন হরিদাস কে বুকে নিয়ে ,শ্রী চৈতন্য মহাপ্রভু |, নানক , বুদ্ধ , তুকারাম , কনফুসিয়াস , দাদূ , হজরত মোহম্মদ, যীশু , রামকৃষ্ণ কেউ কখনো মানবিক ভালোবাসার বাইরে মানুষকে কখনো শিক্ষা দেন নি .....
মানুষ বড়ো কাঁদছে , মানুষের পাশে দাঁড়ানো আজ খুব দরকার | এবং অবশ্যই বাঙালি হিসেবে আমি গর্বিত আমার সাহিত্য আমার সংস্কৃতির জন্য | এর ভিত যথেষ্ট মজবুত | একে ভাঙার ক্ষমতা কোনোদিন কোনো বিজাতীয় শক্তির ছিল না ...... আজো নেই |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন