নৃত্য যেথা সারমেয়, পুচ্ছ যেথা বাঁকা
গরু যেথা বোড়ে, যেথা গেরুয়া পতাকা
কেবলই গায়ের জোরে দিবসশর্বরী
দখল মন্ত্র গায়, আহা মরি মরি
যেথা বাক্য তঞ্চকতা ভরা হতে হতে
বক্তৃতা সাজায়, যেথা মিথ্যাকথা স্রোতে
দেশে দেশে দিশে দিশে কালোটাকা ধায়
বিজয় মাল্য সম চরিতার্থতায়
যেথা উচ্চ পতঞ্জলি প্রহেলিকারাশি
বিজ্ঞানের স্রোতঃপথ ফেলিয়াছে গ্রাসি
সংবিধান করেছে শতধা; নিত্য যেথা
আমোদিত মোদী ভুল বোঝানোর নেতা
নিজ হস্তে পাঠ্যবই ঠিক করে পিতঃ,
ভারতকে সে' নরকে করো হে স্থাপিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন