বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

আবহ বার্তা ~ অরুনাচল দত্তচৌধুরী


এ'বার বৃষ্টি এলে আমাদের মাঝখানে জেগে ওঠা চর 
ডুবে যাবে
সে'রকম বৃষ্টি হলে আমাদের ঘর
ডুবে যাবে ফেলে আসা প্রেমে।
আমাদের ধুলোমাখা ছবি,
আবার বাঁধানো হবে বজ্র আর বিদ্যুতের ফ্রেমে

অশ্রুপরিণতিহীন সমস্ত বিলাপ,
নিজেদের ঠকানোর নিরন্তর মধ্যবিত্ত পাপ
দিবানিশি গল্প হয়ে ওঠে
চুমুগুলি থমকে থাকে তৃষ্ণাভরা ঠোঁটে
খাতাভরা কবিতারা
অসমাপ্ত পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে
তাদের কুড়িয়ে নিয়ে যথাযোগ্য কথাসুতো দিয়ে
গেঁথে দিক বৃষ্টিকণা এসে।

আয় বৃষ্টি আয়
এই সংসারের চাপে যাওয়া হয়নি মধুচন্দ্রিমায়
আজকে মেঘের দেশে হানা দেবে হারানো সে চাঁদ
একপাশে আলো থাক
অন্যপিঠে কিছুটা বিষাদ।

ভুল করে যাকে গেছি ভুলে
আজ সেই নিম্নচাপ
ঘনীভূত আমাদের ছিন্ন উপকুলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন