রবিবার, ২৪ আগস্ট, ২০১৪

নির্মল ভাষণ ~ অনামিকা

তুমি নির্মল আজি, জঙ্গল কর এই বাংলাকে গুছায়ে।

তব উস্কানি ভরা ভাষণ আজ দিক
আইনের ভয় ঘুচায়ে।
ঘাস-ফুল ধ্বজা উঁচায়ে।
তুমি, নির্মল কর, জঙ্গল করো বাংলাকে আজ গুছায়ে।

লক্ষ্য-শূন্য শিল্প-বাসনা ছুটিছে গভীর আঁধারে,
জানি না কখন ডুবে যাবে কোন্
অকুল-গরল-পাথারে!
এসো মা-মাটি-মানুষ হন্তা,
তুমি দাঁড়াও, রুধিয়া পন্থা;
আইন ও কানুন রুখে দিয়ে এসো
সংবিধানকে মুছায়ে
মলিন বিধান ঘুচায়ে ।
তুমি, নির্মল কর, জঙ্গল করো বাংলাকে আজ গুছায়ে।

আছ, ত্রিফলা মিছিলে, সাদা আর নীলে, গভীর সলিলে, গহনে;
আছ, লতায়-পাতায়, দেওয়ালের গায়, চিট-সারদায় গোপনে।
আমি, নয়নে ন্যাকড়া বাঁধিয়া,
খাই মুড়ি চানাচুর চা দিয়া;
মোরা দেখি নাই কিছু, বুঝি নাই কিছু,
তিনি তা দেবেন বুঝায়ে।
আমরা দিতেছি ফুঁ চায়ে ।
তুমি, নির্মল করে, মানুষ পোড়াও দলের পতাকা উঁচায়ে।
তব, জ্বালাময়ী কথা দিয়ে যাক্, সব
আইনি শাসন ঘুচায়ে।
মলিন মর্ম মুছায়ে ।
তুমি, নির্মল আজি, জঙ্গল কর এই বাংলাকে গুছায়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন